ইসরাইলি জেলে এখনও বন্দি ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি

- আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, রবিবার
- / 7
তেল আবিব, ২৬ নভেম্বর: আন্তর্জাতিক মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় গাজায় হামাসের হাতে বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ধাপে ধাপে মুক্তি দেবে ইসরাইল। তবে ইসরাইল শেষ পর্যন্ত তার কথায় টিকে থাকবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে দখলদার সেনা। প্রতিদিনই পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবারই ১৭ জন ফিলিস্তিনিকে পশ্চিম তীর থেকে গ্রেফতার করা হয় বলে জানায় ফিলিস্তিনি প্রিজনার ক্লাব।
হিসাব বলছে, ইসরাইলি কারাগারে বিনা বিচারেই বন্দি রয়েছেন অন্তত ৮ হাজার ফিলিস্তিনি। এদের মধ্যে ২ হাজার ফিলিস্তিনিকে কোনও কারণ ছাড়াই বন্দি করা হয়েছে। গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে নতুন করে ৩ হাজার ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল। এর মধ্যে ১৪৫ জন শিশু ও ৩৭ জন সাংবাদিক। রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালে ইসরাইল যখন গাজা, পশ্চিম তীর ও জেরুসালেম দখল করে তখন আনুমানিক ১০ লক্ষ ফিলিস্তিনিকে তারা বন্দি করে। প্রতি পাঁচ ফিলিস্তিনের মধ্যে একজনকে সেসময় গ্রেফতার করা হয়। ২০০৬ সালে গাজা সীমান্তে একজন ইসরাইলি নাগরিককে অপরণ করে হামাস। পাঁচ বছর পর তার মুক্তির বিনিময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।