আল-আকসায় লক্ষাধিক ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

- আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
- / 112
পুবের কলম, ওয়েবডেস্ক: দখলদার ইসরাইলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেই জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে ঢল নামে মুসল্লিদের। ঈদের নামাজ আদায়ের জন্য রবিবার ভোর থেকেই আল-আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হাজার হাজার ফিলিস্তিনি। মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরাইলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা।
আরও পড়ুন: রক্তাক্ত গাজায় বিষাদের সুর, স্বজনদের লাশ কাঁধে নিয়ে Eid ul-Fitr উদযাপন
দ্য নিউ আরবের এক প্রতিবেদনে জানানো হয়েছে,ঈদের জামাতে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। মসজিদ প্রাঙ্গণের বাইরেও অসংখ্য মুসল্লি নামাজ পড়তে বাধ্য হন। গত বছর আল-আকসায় ৪০ হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেন। বিধ্বস্ত গাজায়ও ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে তাদের মধ্যে কোনো আনন্দ ছিল না। এবারও দেশটির নাগরিকরা স্বজনদের লাশ কাঁধে বয়েই ঈদ উদযাপন করেছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় দখলদার ইসরায়েল নির্বিচারে বোমাবর্ষণ চালিয়েছে। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, ঈদের জন্য কোনো যুদ্ধবিরতি নেই।