১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভগবান রামকে এবার প্রার্থী ঘোষণা করবে বিজেপি : সঞ্জয় রাউত

সামিমা এহসানা
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: ভাত থাকুক বা না থাকুক মন্দির নির্মাণ করিয়ে দেশবাসীর পেট ভরিয়ে দিচ্ছে বিজেপি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে দেশের একমাত্র চিন্তায় পরিণত করে দিয়েছে বিজেপি, প্রধানমন্ত্রী মোদি ও দেশের সবকটি গোদি মিডিয়া। শনিবারও দেশের সবকটি টেলিভিশন চ্যানেল ছিল মোদিময়। এমন আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত।

শনিবার ফের তাকে প্রশ্ন করা হয়েছিল রাম মন্দির নিয়ে। তখন সঞ্জয় বলেন, শুধু একটা জিনিসই বাকি রেখেছে বিজেপি। সেটাও করে ফেলবে। ভগবান রামকে বিজেপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দেবে খুব শীঘ্রই।

এদিন সঞ্জয় বলেন, ভগবান রামের নামে প্রচুর রাজনীতি করা হল। বৃহস্পতিবার শিবসেনা নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় বলেছিলেন, বিজেপি এমন করছে, মনে হচ্ছে, তারা ভগবান রামকে কিডন্যাপ করেছে। এরপর বাবরি মসজিদ ভাঙা ও অযোধ্যা আন্দোলনের ক্রেডিট দিয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরেকে। বলেছিলেন, উদ্ধব ঠাকরে রাম মন্দির দর্শনে যাবেন, তবে ২২ জানুয়ারি নয়। বিজেপির কর্মসূচি শেষ হলে, তারপরই তারা যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভগবান রামকে এবার প্রার্থী ঘোষণা করবে বিজেপি : সঞ্জয় রাউত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভাত থাকুক বা না থাকুক মন্দির নির্মাণ করিয়ে দেশবাসীর পেট ভরিয়ে দিচ্ছে বিজেপি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে দেশের একমাত্র চিন্তায় পরিণত করে দিয়েছে বিজেপি, প্রধানমন্ত্রী মোদি ও দেশের সবকটি গোদি মিডিয়া। শনিবারও দেশের সবকটি টেলিভিশন চ্যানেল ছিল মোদিময়। এমন আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত।

শনিবার ফের তাকে প্রশ্ন করা হয়েছিল রাম মন্দির নিয়ে। তখন সঞ্জয় বলেন, শুধু একটা জিনিসই বাকি রেখেছে বিজেপি। সেটাও করে ফেলবে। ভগবান রামকে বিজেপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দেবে খুব শীঘ্রই।

এদিন সঞ্জয় বলেন, ভগবান রামের নামে প্রচুর রাজনীতি করা হল। বৃহস্পতিবার শিবসেনা নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় বলেছিলেন, বিজেপি এমন করছে, মনে হচ্ছে, তারা ভগবান রামকে কিডন্যাপ করেছে। এরপর বাবরি মসজিদ ভাঙা ও অযোধ্যা আন্দোলনের ক্রেডিট দিয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরেকে। বলেছিলেন, উদ্ধব ঠাকরে রাম মন্দির দর্শনে যাবেন, তবে ২২ জানুয়ারি নয়। বিজেপির কর্মসূচি শেষ হলে, তারপরই তারা যাবে।