পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাট: বাবার ধারের টাকা না দিতে পারায় মুম্বাইতে মেয়েকে খুন করার ঘটনায় মেসোমশাইকে গ্রেফতার করলো পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পান্তাপাড়ায় মফিজুল শেখ দীর্ঘদিন পরিবার নিয়ে দীর্ঘ ৯ বছর ধরে মুম্বাইয়ের পারমেল এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সঙ্গে থাকতেন তার স্ত্রী। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতো এবং ১৭ বছরের মেয়ে তামান্না শেখ স্কুলে পড়তো।
জানা যায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টা নাগাদ বছর সতেরোর তামান্না একা বাড়িতে ছিল। নিজের মেসোমশাই আইয়ুব মিস্ত্রি তার ঘরে ঢুকে পড়ে পিছন দিক থেকে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে। মেঝেতে পড়ে যায় তামান্না । তারপর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয়। তামান্নাকে খুন করেই পালিয়ে যায় অভিযুক্ত আইয়ুব। বিকাল পাঁচটা নাগাদ তামান্নার পরিবার বাড়িতে ফিরে দেখে বাবা ও মা তামান্নার নিথর দেহ পড়ে আছে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পারমেল টলজা থানায়। ঘটনা স্থল থেকে তামান্নার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। শনিবার আইয়ুব মিস্ত্রিকে মুম্বাই থেকেই গ্রেফতার করে মুম্বাইয়ের টলজা থানার পুলিশ ।
জানা যায় যে পুলিশি জেরায় সবটাই স্বীকার করেছে আইয়ুব মিস্ত্রি। পরিবার সূত্রে আরও জানা যায় ধৃত আইয়ুব মিস্ত্রি সম্পর্কে তামান্নার মেসোমশাই হন তার বাড়ি বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান বাবার সঙ্গে মেসোমশাইয়ের অর্থ লেনদেনের জেরেই খুন হতে হলো মেয়েকে। এমনটাই মনে করছে মুম্বাইএর পুলিশের তদন্তকারী আধিকারিকরা।






























