০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ড ২০২২” পেলেন মুর্শিদাবাদের তরুণ গবেষক সেলিম সেখ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 23

“অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ড ২০২২” প্রাপ্ত সেলিম সেখ ছবি—রহমতুল্লাহ

 পুবের কলম ওয়েবডেস্কঃমুর্শিদাবাদের তরুণ গবেষকের নাম উঠল ম্যাজিক বুক অফ রেকর্ডে । ম্যাজিক বুক অফ রেকর্ড এর পক্ষ থেকে তরুণ গবেষক হিসেবে “অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ড ২০২২” পুরষ্কার দ্বারা সম্মানিত হলেনসেলিম সেখ ।

এই তরুণ গবেষকের বাড়ি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রেজিনগরের আন্দুলবেড়িয়া গ্রামে। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই গবেষণাধর্মী মনোভাব ও বিষয়ের প্রতি একাগ্রতা   তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।  বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বর্তমানে তিনি এমএসসি পাঠরত একজন ছাত্র।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

তার লেখালেখি ও গবেষণাধর্মী মনোভাবের কারণেই বহু সম্মাননা-মেডেল ও সার্টিফিকেট আজ তার ঝুলিতে। বিজ্ঞানমনস্ক হওয়ায় জলের অস্বাভাবিক লবনতা ও জলের বহুমুখী সমস্যার কথা তার মাথায় আসে এবং বর্তমান সময়ে জলের গুরুত্ব কে অনুধাবন করে তার গবেষণার বিষয় হিসেবে সুনিপুণভাবে তুলে ধরেন। এই পুরস্কার পাওয়ার পর সেলিমের  আত্মবিশ্বাস ও গবেষণাধর্মী মনোভাব সমাজকে নতুন পথ দেখাবে বলে মনে করছেন  শিক্ষাবিদরা।

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

ম্যাজিক বুক অফ রেকর্ডস দপ্তর থেকে তরুণ গবেষক হিসেবে তাঁর  নাম নির্বাচিত হয় এবং  গবেষণার বিষয়টি বিচারকমণ্ডলীর দ্বারা মনোনীত হয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদে সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ-হাতাহাতি

তারপর ম্যাজিক বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে শনিবার সেলিমের  বাড়িতে এসে পৌঁছায়, ম্যাজিক বুক অব রেকর্ড এর ডক্টরেট সার্টিফিকেট, একটি ডক্টরেট ট্রফি, একটি মেডেল ও একটি অশোক স্তম্ভ। এই খবর প্রকাশিত হওয়ার পর আনন্দ উল্লাসের হাওয়া বইছে গ্রাম ও পরিবার জুড়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ড ২০২২” পেলেন মুর্শিদাবাদের তরুণ গবেষক সেলিম সেখ

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

 পুবের কলম ওয়েবডেস্কঃমুর্শিদাবাদের তরুণ গবেষকের নাম উঠল ম্যাজিক বুক অফ রেকর্ডে । ম্যাজিক বুক অফ রেকর্ড এর পক্ষ থেকে তরুণ গবেষক হিসেবে “অনারারি ডক্টরেট অ্যাওয়ার্ড ২০২২” পুরষ্কার দ্বারা সম্মানিত হলেনসেলিম সেখ ।

এই তরুণ গবেষকের বাড়ি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রেজিনগরের আন্দুলবেড়িয়া গ্রামে। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই গবেষণাধর্মী মনোভাব ও বিষয়ের প্রতি একাগ্রতা   তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।  বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বর্তমানে তিনি এমএসসি পাঠরত একজন ছাত্র।

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

তার লেখালেখি ও গবেষণাধর্মী মনোভাবের কারণেই বহু সম্মাননা-মেডেল ও সার্টিফিকেট আজ তার ঝুলিতে। বিজ্ঞানমনস্ক হওয়ায় জলের অস্বাভাবিক লবনতা ও জলের বহুমুখী সমস্যার কথা তার মাথায় আসে এবং বর্তমান সময়ে জলের গুরুত্ব কে অনুধাবন করে তার গবেষণার বিষয় হিসেবে সুনিপুণভাবে তুলে ধরেন। এই পুরস্কার পাওয়ার পর সেলিমের  আত্মবিশ্বাস ও গবেষণাধর্মী মনোভাব সমাজকে নতুন পথ দেখাবে বলে মনে করছেন  শিক্ষাবিদরা।

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

ম্যাজিক বুক অফ রেকর্ডস দপ্তর থেকে তরুণ গবেষক হিসেবে তাঁর  নাম নির্বাচিত হয় এবং  গবেষণার বিষয়টি বিচারকমণ্ডলীর দ্বারা মনোনীত হয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদে সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ-হাতাহাতি

তারপর ম্যাজিক বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে শনিবার সেলিমের  বাড়িতে এসে পৌঁছায়, ম্যাজিক বুক অব রেকর্ড এর ডক্টরেট সার্টিফিকেট, একটি ডক্টরেট ট্রফি, একটি মেডেল ও একটি অশোক স্তম্ভ। এই খবর প্রকাশিত হওয়ার পর আনন্দ উল্লাসের হাওয়া বইছে গ্রাম ও পরিবার জুড়ে।