পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথমবার রাজ্যের মুখ্যসচিব পদে কোনও মহিলা আইএসএস-কে বসানো হল। মনোজ পন্থের মেয়াদ শেষ হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি। বর্তমানে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দফতরে সচিব পদে দায়িত্ব সামলেছেন নন্দিনী। পাশাপাশি অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও বড় পদে আনল সরকার।
এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবারই মেয়াদ শেষ হয়েছে তাঁর। এমনিও তিনি ৬ মাসের এক্সটেনশনে ছিলেন। এর আগে ৩০ জুন পর্যন্ত তাঁর পদে থাকার কথা ছিল। সেবার রাজ্য সরকারের চাওয়া এক্সটেনশনের অনুরোধে সায় দিয়েছিল কেন্দ্র। মুখ্যসচিব হিসাবে মেয়াদ শেষ হলেও প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মনোজ পন্থের। তিনি এবার কাজ করবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে।


























