০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরব সাগরে জরুরি অবতরণ ওএনজিসি কপ্টারের, নিহত ৪

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
  • / 71

পূবের কলম ওয়েবডেস্কঃ মাঝ আকাশে বিপত্তি । মুম্বই উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরেই জরুরী অবতরণ করেও শেষরক্ষা হল না । ওএনজিসির পবন হংস হেলিকপ্টারে ৪ জন নিহত হয়েছেন বলে খবর। এই কপ্টারে দুই পাইলট এবং ৭ যাত্রী ছিলেন ।

ফ্লোটারের সাহায্যে কিছুক্ষণ ভেসে ছিল কপ্টারটি। ৯ যাত্রীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নেভি আধিকারিকরা জানান, অচেতন অবস্থায় ৪ জনকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রথমে শোনা গিয়েছিল ৯ জনের মধ্যে ৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু পরে জানা যায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাফায় বিমান হামলা ইসরাইলের, নিহত ৪, আহত ১৬

হেলিকপ্টারটিতে ছ’জন ওএনজিসি কর্মী ছিল।কোম্পানির একজন ঠিকাদারও ছিলেন। এদিন আরব সাগরে ওএনজিসির কিরন রিগের কাছেই জরুরি অবতরণ করতে বাধ্য হয় কপ্টারটি। এর জন্য বেশ কয়েকটি ফ্লোটার ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। ফ্লোটারগুলির মাধ্যমে উপকূল থেকে উপকূলীয় বিভিন্ন স্থাপনায় কর্মী এবং সামগ্রী পৌঁছে দেওয়া হয় । ফ্লোটারগুলি ছিল বলেই, সাগরের জলে অবতরণ করতে সক্ষম হয় কপ্টারটি।

আরও পড়ুন: আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়

মুম্বই থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় আরেকটি জাহাজ। কোস্ট গার্ডের হেলিকপ্টারগুলি থেকে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটির আশপাশে লাইফ বোট নামানো হয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকেও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং সিকিং হেলিকপ্টার মোতায়েন করা হয়। রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় ১ .৫ কিলোমিটার দূরে সমুদ্রে আছড়ে পড়েছিল এই পবনহংসটি। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেসেল মালভিয়া-১৬ কে উদ্ধার অভিযানে নামানো হয় এমআরসিসি মুম্বইয়ের তরফে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ -এর প্রভাবে আরব সাগরেই বন্দি মৌসুমি বায়ু, রাজ্যে বর্ষা আসতে দেরি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরব সাগরে জরুরি অবতরণ ওএনজিসি কপ্টারের, নিহত ৪

আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার

পূবের কলম ওয়েবডেস্কঃ মাঝ আকাশে বিপত্তি । মুম্বই উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরেই জরুরী অবতরণ করেও শেষরক্ষা হল না । ওএনজিসির পবন হংস হেলিকপ্টারে ৪ জন নিহত হয়েছেন বলে খবর। এই কপ্টারে দুই পাইলট এবং ৭ যাত্রী ছিলেন ।

ফ্লোটারের সাহায্যে কিছুক্ষণ ভেসে ছিল কপ্টারটি। ৯ যাত্রীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নেভি আধিকারিকরা জানান, অচেতন অবস্থায় ৪ জনকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রথমে শোনা গিয়েছিল ৯ জনের মধ্যে ৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু পরে জানা যায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাফায় বিমান হামলা ইসরাইলের, নিহত ৪, আহত ১৬

হেলিকপ্টারটিতে ছ’জন ওএনজিসি কর্মী ছিল।কোম্পানির একজন ঠিকাদারও ছিলেন। এদিন আরব সাগরে ওএনজিসির কিরন রিগের কাছেই জরুরি অবতরণ করতে বাধ্য হয় কপ্টারটি। এর জন্য বেশ কয়েকটি ফ্লোটার ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। ফ্লোটারগুলির মাধ্যমে উপকূল থেকে উপকূলীয় বিভিন্ন স্থাপনায় কর্মী এবং সামগ্রী পৌঁছে দেওয়া হয় । ফ্লোটারগুলি ছিল বলেই, সাগরের জলে অবতরণ করতে সক্ষম হয় কপ্টারটি।

আরও পড়ুন: আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়

মুম্বই থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় আরেকটি জাহাজ। কোস্ট গার্ডের হেলিকপ্টারগুলি থেকে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটির আশপাশে লাইফ বোট নামানো হয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকেও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং সিকিং হেলিকপ্টার মোতায়েন করা হয়। রিগের ল্যান্ডিং জোন থেকে প্রায় ১ .৫ কিলোমিটার দূরে সমুদ্রে আছড়ে পড়েছিল এই পবনহংসটি। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেসেল মালভিয়া-১৬ কে উদ্ধার অভিযানে নামানো হয় এমআরসিসি মুম্বইয়ের তরফে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ -এর প্রভাবে আরব সাগরেই বন্দি মৌসুমি বায়ু, রাজ্যে বর্ষা আসতে দেরি