নাগপুরের এক মহিলাকে ভারতে পাঠাল পাক রেঞ্জার্স, চর কিনা তদন্তে পুলিশ

- আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
- / 178
পুবের কলম, ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন নাগপুরের এক মহিলা। শনিবার তাঁকে বিএসএফের হাতে তুলে দিয়েছে পাক রেঞ্জার্স। পুলিশ সূত্রে খবর, নাগপুরের বাসিন্দা বছর তেতাল্লিশের ওই মহিলার নাম সুনিতা জামগাড়ে। নাগপুরের একটি হাসপাতালে তিনি নার্সের কাজ করেন। সম্প্রতি অনলাইনে এক পাকিস্তানি যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর সঙ্গে দেখা করতেই সুনিতা পাকিস্তানে গিয়েছিলেন বলে খবর। নিয়ন্ত্রণ রেখা পেরোনের পরই পাক রেঞ্জার্সদের হাতে তিনি গ্রেপ্তার হন। জানা যাচ্ছে, রাতের অন্ধকারে কার্গিলের হান্ডেরম্যান গ্রামের কাছে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে পা রাখেন সুনিতা। গ্রামের একটি অতিথিশালায় রেখে যান তাঁর ছেলেকে। তবে এই কাজে তাঁকে আরও কেউ সাহায্য করেছিলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত ১৪ মে থেকে সুনিতা কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না পুলিশ সূত্রে খবর। তারপরই জানা যায়, তিনি পাকিস্তান চলে গিয়েছে়ন। গত শনিবার সুনিতাকে অমৃতসর পুলিশের হাতে তুলে দিয়েছে পাক রেঞ্জার্স। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে একের পর এক ‘পাক চর’। তিনি ‘পাক চর’ কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সুনিতাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।