০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃফের এক টেবিলে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া । যুদ্ধ বন্ধের সমাধান সূত্র খুঁজতে আরও এক দফা আলোচনায় সায় দিয়েছে কিয়েভ ও মস্কো। সোমবার তুরস্কে উচ্চ পর্যায়ের আলোচনা হবে উভয় দেশের প্রধানদের মধ্যে।

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা হবে তুরস্কের ইস্তাম্বুলে। রবিবার  তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে একমত হয়েছেন।ফোনালাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ও শান্তি আলোচনা প্রক্রিয়া নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কি যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ওই ফোনালাপের সময় ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট। একইসাথে ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার বিষয়েও কথা বলেন তিনি।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

২৮-৩০ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এরপরও প্ৰশ্ন থেকেই যাচ্ছে। এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তবে সেভাবে কোনও সমাধান সুত্র মেলেনি। এদিকে এর আগেও তুরস্কে বৈঠকে বসেছিল দুই দেশ। তুরস্কের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন দুই দেশই চারটি বিষয়ে এক মত হয়েছে। তবে মূল বিষয়গুলির সমাধান এখনও হয়নি বলে দাবি ইউক্রেনের।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

এদিকে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এক মাস অতিক্রম করে দ্বিতীয় মাসে পড়ল। যতদিন যাচ্ছে, রাশিয়া তার আক্রমণের তেজ বাড়াচ্ছে। পাল্টা আক্রমণ করছে ইউক্রেনও। এখন পর্যন্ত, উভয় দেশই সামরিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় শহরগুলিতে মানবিক করিডোর খোলার বিষয়ে বেশ কয়েকটি আলোচনা করেছে।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনা

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃফের এক টেবিলে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া । যুদ্ধ বন্ধের সমাধান সূত্র খুঁজতে আরও এক দফা আলোচনায় সায় দিয়েছে কিয়েভ ও মস্কো। সোমবার তুরস্কে উচ্চ পর্যায়ের আলোচনা হবে উভয় দেশের প্রধানদের মধ্যে।

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা হবে তুরস্কের ইস্তাম্বুলে। রবিবার  তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে একমত হয়েছেন।ফোনালাপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ও শান্তি আলোচনা প্রক্রিয়া নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কি যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।ওই ফোনালাপের সময় ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতির বিষয়ে জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট। একইসাথে ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার বিষয়েও কথা বলেন তিনি।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

২৮-৩০ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এরপরও প্ৰশ্ন থেকেই যাচ্ছে। এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তবে সেভাবে কোনও সমাধান সুত্র মেলেনি। এদিকে এর আগেও তুরস্কে বৈঠকে বসেছিল দুই দেশ। তুরস্কের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন দুই দেশই চারটি বিষয়ে এক মত হয়েছে। তবে মূল বিষয়গুলির সমাধান এখনও হয়নি বলে দাবি ইউক্রেনের।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

এদিকে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এক মাস অতিক্রম করে দ্বিতীয় মাসে পড়ল। যতদিন যাচ্ছে, রাশিয়া তার আক্রমণের তেজ বাড়াচ্ছে। পাল্টা আক্রমণ করছে ইউক্রেনও। এখন পর্যন্ত, উভয় দেশই সামরিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় শহরগুলিতে মানবিক করিডোর খোলার বিষয়ে বেশ কয়েকটি আলোচনা করেছে।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার