০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে বহরমপুর হাসপাতালের পথে পুলিশ

দেবশ্রী মজুমদার , রামপুরহাট: বৃহস্পতিবার রাতে পাঁচ বছরের শিশুসহ বছর ছাব্বিশের এক মানসিক  ভারসাম্যহীন মহিলাকে রামপুরহাট হাইরোড সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় টহলরত  রামপুরহাট থানার মহিলা  সাব-ইন্সপেক্টর হাবিবা পারভীনের। তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে তিনি বুঝতে পারেন ওই মহিলা মানসিক  ভারসাম্যহীন। তাঁর বাড়ি দার্জিলিং জেলায়। তারপর মহিলার ডিটেইলস সহ দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া থানার সাথে যোগাযোগ করে জানা যায় তাঁর বাড়ি  ওই জেলার বিধান নগর পঞ্চায়েত এলাকায়। নাম বালিকা সেন। স্বামী পরিত‍্যক্তা। আত্মীয় স্বজন কেউ নেই।  তারপর ভদ্রমহিলাকে রামপুরহাট এসিজেএম আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশ অনুসারে মহিলা  সাব-ইন্সপেক্টর হাবিবা পারভীন তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য রওনা দেন। পুলিশের এই মানবিক মুখ দেখে প্রশংসায়  পঞ্চমুখ বিভিন্ন মহল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ১১১ টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে বহরমপুর হাসপাতালের পথে পুলিশ

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার , রামপুরহাট: বৃহস্পতিবার রাতে পাঁচ বছরের শিশুসহ বছর ছাব্বিশের এক মানসিক  ভারসাম্যহীন মহিলাকে রামপুরহাট হাইরোড সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় টহলরত  রামপুরহাট থানার মহিলা  সাব-ইন্সপেক্টর হাবিবা পারভীনের। তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে তিনি বুঝতে পারেন ওই মহিলা মানসিক  ভারসাম্যহীন। তাঁর বাড়ি দার্জিলিং জেলায়। তারপর মহিলার ডিটেইলস সহ দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া থানার সাথে যোগাযোগ করে জানা যায় তাঁর বাড়ি  ওই জেলার বিধান নগর পঞ্চায়েত এলাকায়। নাম বালিকা সেন। স্বামী পরিত‍্যক্তা। আত্মীয় স্বজন কেউ নেই।  তারপর ভদ্রমহিলাকে রামপুরহাট এসিজেএম আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশ অনুসারে মহিলা  সাব-ইন্সপেক্টর হাবিবা পারভীন তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য রওনা দেন। পুলিশের এই মানবিক মুখ দেখে প্রশংসায়  পঞ্চমুখ বিভিন্ন মহল।