০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাম্বার উদযাপন: দক্ষিণ কোরিয়াকে ৪- ১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 50

 

ব্রাজিল ৪ (ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা)
দক্ষিণ কোরিয়া ১ (সিয়ুং হো)

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পাড়ি জয়নগরের ২৩ বছরের জিমন্যাস্ট বিদিশা গায়েন

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কোরিয়াকে চার গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্রাজিল বুঝিয়ে দিল ক্যামেরুনের বিরুদ্ধে হারটা নেহাতই অঘটন ছিল। প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়ে যায় চারটি গোল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া একগোল শোধ করলেও লাভের লাভ কিছু হয়নি। চোট সারিয়ে ম্যাচে ফিরে গোল পেলেন নেইমারও।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার সিওলে সন্ত্রাসবিরোধী বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এটাই মূলত ব্রাজিল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যারা এসেছে কাতারে। তাদের পা থেকে এমন সুন্দর ফুটবলের পসরা সাজানো খেলাই দেখতে চায় ভক্ত-সমর্থকরা।

গ্রুপ পর্বে নেইমারসহ বেশ কয়েকজনের ইনজুরির কারণে সত্যিকার ব্রাজিলকে দেখতে পাওয়া যায়নি। অবশেষে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া গেলো। প্রতিপক্ষে রক্ষণদুর্গ চূর্ণ করে কিভাবে একের পর গোল দেয়া যায়, সেটা দেখাগেল।

নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিসন, রাফিনহা কিংবা লুকাস পাকুয়েতা- তাদের পায়ের জাদুর দেখা মিলেছে। গোলের পর আবার সাম্বা নাচের অসাধারণ ডিসপ্লেও হয়েছে মাঠের মধ্যে। ব্রাজিলিয়ানদের গোল সেলিব্রেশন নিঃসন্দেহে আর সবার চেয়ে আলাদা।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসংখ্য আক্রমণ করেও ক্যামেরুনের বিপক্ষে গোল পায়নি সেলেসাওরা। উল্টো ১ গোল হজম করে হারতে হয়েছিলো তাদের। কিন্তু নকআউটে এসে দক্ষিণ কোরিয়ার জালে গুনে গুনে বল জড়াতে শুরু করে ব্রাজিল। প্রথমার্ধেই চারবার বল জড়ায় তারা। গোল করেছেন ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসন এবং পাকুয়েতা। কোয়ার্টার ফাইনালে জাপান কে হারিয়ে আসা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাম্বার উদযাপন: দক্ষিণ কোরিয়াকে ৪- ১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

ব্রাজিল ৪ (ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা)
দক্ষিণ কোরিয়া ১ (সিয়ুং হো)

আরও পড়ুন: কেমো ছাড়াই ক্যানসার কোষকে সুস্থ কোষে রূপান্তর: দক্ষিণ কোরিয়ার যুগান্তকারী আবিষ্কার

 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পাড়ি জয়নগরের ২৩ বছরের জিমন্যাস্ট বিদিশা গায়েন

পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কোরিয়াকে চার গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্রাজিল বুঝিয়ে দিল ক্যামেরুনের বিরুদ্ধে হারটা নেহাতই অঘটন ছিল। প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়ে যায় চারটি গোল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া একগোল শোধ করলেও লাভের লাভ কিছু হয়নি। চোট সারিয়ে ম্যাচে ফিরে গোল পেলেন নেইমারও।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার সিওলে সন্ত্রাসবিরোধী বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এটাই মূলত ব্রাজিল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যারা এসেছে কাতারে। তাদের পা থেকে এমন সুন্দর ফুটবলের পসরা সাজানো খেলাই দেখতে চায় ভক্ত-সমর্থকরা।

গ্রুপ পর্বে নেইমারসহ বেশ কয়েকজনের ইনজুরির কারণে সত্যিকার ব্রাজিলকে দেখতে পাওয়া যায়নি। অবশেষে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া গেলো। প্রতিপক্ষে রক্ষণদুর্গ চূর্ণ করে কিভাবে একের পর গোল দেয়া যায়, সেটা দেখাগেল।

নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিসন, রাফিনহা কিংবা লুকাস পাকুয়েতা- তাদের পায়ের জাদুর দেখা মিলেছে। গোলের পর আবার সাম্বা নাচের অসাধারণ ডিসপ্লেও হয়েছে মাঠের মধ্যে। ব্রাজিলিয়ানদের গোল সেলিব্রেশন নিঃসন্দেহে আর সবার চেয়ে আলাদা।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসংখ্য আক্রমণ করেও ক্যামেরুনের বিপক্ষে গোল পায়নি সেলেসাওরা। উল্টো ১ গোল হজম করে হারতে হয়েছিলো তাদের। কিন্তু নকআউটে এসে দক্ষিণ কোরিয়ার জালে গুনে গুনে বল জড়াতে শুরু করে ব্রাজিল। প্রথমার্ধেই চারবার বল জড়ায় তারা। গোল করেছেন ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসন এবং পাকুয়েতা। কোয়ার্টার ফাইনালে জাপান কে হারিয়ে আসা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।