২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাবাসের পর সুর বদল সঞ্জয় রাউতের

সামিমা এহসানা
  • আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম, ওয়েব ডেস্ক: অপারেশন লোটাসের আঘাতে শিবসেনার সরকার ভেঙে ঘুরপথে বিজেপির মহারাষ্ট্র দখলের রাজনীতির তীব্র বিরোধীতা করেছিলেন সঞ্জয় রাউত। শিবসেনার নেতৃত্ব নিয়ে উদ্ভব-শিন্ডে দলাদলির সময়ও উদ্ভব ঠাকরের ‘ডান হাত’ এর ভূমিকায় ছিলেন সঞ্জয় রাউত। সাড়ে তিন মাস আগে আবাসন পুননির্মাণ দুর্নীতি মামলায় ইডি যখন গ্রেফতার করে, তখনও বিজেপি ও ইডির বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন সঞ্জয় রাউত।

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন সঞ্জয়। অথচ বুধবার মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরোনোর পর যেন রাতারাতি সুর পাল্টেছে রাজ্যসভার এই সাংসদের। জামিন পাওয়ার পর শিবসেনা নেতা উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করেন সঞ্জয়। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক মহলের মতে এই প্রথমবার সঞ্জয় নতুন সরকারের প্রশংসা করলেন। তিনি বলেছেন মহারাষ্ট্রের নতুন সরকার কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর এই ভালো সিদ্ধান্তের সব কৃতিত্ব তিনি দেবেন্দ্র ফডণবীসকেই দিয়েছেন।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

আগামী ২ দিনের মধ্যে তিনি ফডণবীসের সঙ্গে দেখা করবেন বলেও জানান সাংবাদিকদের। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন রাউত। স্বভাববিরুদ্ধ ভঙ্গীতে রাউত ইডিকে দোষারোপ করেন নি। উল্টে বলেছেন, তিনি কেন্দ্রীয় এজেন্সিকে দোষারোপ করতে চান না। এইসব কিছু বলে ঠিক কি বার্তা দিতে চাইছেন সঞ্জয় রাউত তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর মন্তব্যের পর ধোঁয়াশা তৈরি হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

আরও পড়ুন: কর্নাটকে যা হয়েছে ২০২৪ লোকসভায় তাই হবে: রাউত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কারাবাসের পর সুর বদল সঞ্জয় রাউতের

আপডেট : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: অপারেশন লোটাসের আঘাতে শিবসেনার সরকার ভেঙে ঘুরপথে বিজেপির মহারাষ্ট্র দখলের রাজনীতির তীব্র বিরোধীতা করেছিলেন সঞ্জয় রাউত। শিবসেনার নেতৃত্ব নিয়ে উদ্ভব-শিন্ডে দলাদলির সময়ও উদ্ভব ঠাকরের ‘ডান হাত’ এর ভূমিকায় ছিলেন সঞ্জয় রাউত। সাড়ে তিন মাস আগে আবাসন পুননির্মাণ দুর্নীতি মামলায় ইডি যখন গ্রেফতার করে, তখনও বিজেপি ও ইডির বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন সঞ্জয় রাউত।

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন সঞ্জয়। অথচ বুধবার মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে বেরোনোর পর যেন রাতারাতি সুর পাল্টেছে রাজ্যসভার এই সাংসদের। জামিন পাওয়ার পর শিবসেনা নেতা উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করেন সঞ্জয়। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক মহলের মতে এই প্রথমবার সঞ্জয় নতুন সরকারের প্রশংসা করলেন। তিনি বলেছেন মহারাষ্ট্রের নতুন সরকার কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর এই ভালো সিদ্ধান্তের সব কৃতিত্ব তিনি দেবেন্দ্র ফডণবীসকেই দিয়েছেন।

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

আগামী ২ দিনের মধ্যে তিনি ফডণবীসের সঙ্গে দেখা করবেন বলেও জানান সাংবাদিকদের। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন রাউত। স্বভাববিরুদ্ধ ভঙ্গীতে রাউত ইডিকে দোষারোপ করেন নি। উল্টে বলেছেন, তিনি কেন্দ্রীয় এজেন্সিকে দোষারোপ করতে চান না। এইসব কিছু বলে ঠিক কি বার্তা দিতে চাইছেন সঞ্জয় রাউত তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর মন্তব্যের পর ধোঁয়াশা তৈরি হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

আরও পড়ুন: কর্নাটকে যা হয়েছে ২০২৪ লোকসভায় তাই হবে: রাউত