১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাকা তছরুপের অভিযোগ: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 57

পুবের কলম ওয়েবডেস্কঃ শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতের আলিবাগের একটি জায়গা এবং মুম্বইয়ের দাদারের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করল ইডি। এরপরেই “ সত্যমেব জয়তে” বলে ট্যুইট করেন সঞ্জয়।

 

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

Chawl Land Scam Case এর তদন্তে নেমে এই পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডায়রক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (পিএমএলএ) বাজেয়াপ্ত করা হয়েছে শিবসেনার এই সাংসদের এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য মুম্বইয়ের একটি চওল বা বস্তি পুননির্মান প্রকল্পে শিবসেনার এই নেতার বিরুদ্ধে ১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত শুরু করেই ইডি সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলেছে জানা যাচ্ছে।

আরও পড়ুন: পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

 

আরও পড়ুন: কর্নাটকে যা হয়েছে ২০২৪ লোকসভায় তাই হবে: রাউত

উল্লেখ্য, এই মামলায় ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্রের ব্যবসায়ী প্রবীণ রাউতকে গ্রেফতার করেছিল ইডি।  শুধু তাই নয়, গত বছর পিএমসি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় গত বছর সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাকা তছরুপের অভিযোগ: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শিবসেনা নেতা তথা সাংসদ সঞ্জয় রাউতের আলিবাগের একটি জায়গা এবং মুম্বইয়ের দাদারের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করল ইডি। এরপরেই “ সত্যমেব জয়তে” বলে ট্যুইট করেন সঞ্জয়।

 

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

Chawl Land Scam Case এর তদন্তে নেমে এই পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডায়রক্টরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (পিএমএলএ) বাজেয়াপ্ত করা হয়েছে শিবসেনার এই সাংসদের এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য মুম্বইয়ের একটি চওল বা বস্তি পুননির্মান প্রকল্পে শিবসেনার এই নেতার বিরুদ্ধে ১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্ত শুরু করেই ইডি সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলেছে জানা যাচ্ছে।

আরও পড়ুন: পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

 

আরও পড়ুন: কর্নাটকে যা হয়েছে ২০২৪ লোকসভায় তাই হবে: রাউত

উল্লেখ্য, এই মামলায় ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্রের ব্যবসায়ী প্রবীণ রাউতকে গ্রেফতার করেছিল ইডি।  শুধু তাই নয়, গত বছর পিএমসি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় গত বছর সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।