০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে সমকামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 111

রামধনু টুপি-টিশার্ট বাজেয়াপ্ত কাতারে

 পুবের কলম ওয়েব ডেস্কঃ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে কাতারে। কাতার সরকার আগেই জানিয়ে রেখেছে, এই বিশ্বকাপে কোনও ধরনের অশ্লীলতা বা মাদকসেবন চলবে না। নিষিদ্ধ হয়েছে অ্যালকোহলও। এবার সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে কাতার সরকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে বহু ভাষার-জাতির মানুষ কাতারে এসেছেন। আর এদের মধ্যে যারা মাঠে সমকামী প্রতীক লাগানো টুপি বা টিশার্ট পরে আসছেন তাদের বাধা দিচ্ছে কাতার পুলিশ। সেই সমকামী প্রতীকের পোশাকগুলি একে একে বাজেয়াপ্ত করা হচ্ছে। সোমবারই সমকামীদের সমর্থনে রামধনু টি-শার্ট পরে স্টেডিয়ামে প্রবেশের সময় এক মার্কিন সাংবাদিককে আটকে দেওয়া হয়।

যদিও পরে তাকে ছেড়ে দেয় কাতার কর্তৃপক্ষ। সাংবাদিক নিজেই জানিয়েছেন, অল্প সময়ের জন্য তাকে আটক করা হয়েছিল। কারণ কাতারে সমকামীতা বৈধ নয়। মার্কিন ওই ক্রীড়া সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল। তিনি একসময় মার্কিন ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। তিনি বলেন, এলজিবিটিকিউ কমিউনিটির সমর্থনে একটি রামধনু রংয়ের টি-শার্ট পরেছিলেন। এই টি-শার্ট পরে তিনি কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। তখনই তাকে আটক করা হয়। এসময় তাকে টি-শার্ট খুলে ফেলতেও বলা হয়। পরে ট্যুইটারে সাংবাদিক লেখেন, ‘আমি ঠিক আছি। কিন্তু এটার কোনও প্রয়োজন ছিল না’। তিনি আরও জানান, পরে এক অফিসার তার কাছে ক্ষমা চান এবং তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেন।  উল্লেখ্য, সমকামীদের প্রতীক হলো রামধনু রং। সমকামীতা বোঝাতে তারা এই প্রতীকটি ব্যবহার করে থাকে। আর সমকামীদের অধিকার আন্দোলনের অন্যতম প্রতীক রামধনু রঙের পতাকা।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

 

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে সমকামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে কাতারে। কাতার সরকার আগেই জানিয়ে রেখেছে, এই বিশ্বকাপে কোনও ধরনের অশ্লীলতা বা মাদকসেবন চলবে না। নিষিদ্ধ হয়েছে অ্যালকোহলও। এবার সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে কাতার সরকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে বহু ভাষার-জাতির মানুষ কাতারে এসেছেন। আর এদের মধ্যে যারা মাঠে সমকামী প্রতীক লাগানো টুপি বা টিশার্ট পরে আসছেন তাদের বাধা দিচ্ছে কাতার পুলিশ। সেই সমকামী প্রতীকের পোশাকগুলি একে একে বাজেয়াপ্ত করা হচ্ছে। সোমবারই সমকামীদের সমর্থনে রামধনু টি-শার্ট পরে স্টেডিয়ামে প্রবেশের সময় এক মার্কিন সাংবাদিককে আটকে দেওয়া হয়।

যদিও পরে তাকে ছেড়ে দেয় কাতার কর্তৃপক্ষ। সাংবাদিক নিজেই জানিয়েছেন, অল্প সময়ের জন্য তাকে আটক করা হয়েছিল। কারণ কাতারে সমকামীতা বৈধ নয়। মার্কিন ওই ক্রীড়া সাংবাদিকের নাম গ্র্যান্ট ওয়াহল। তিনি একসময় মার্কিন ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। তিনি বলেন, এলজিবিটিকিউ কমিউনিটির সমর্থনে একটি রামধনু রংয়ের টি-শার্ট পরেছিলেন। এই টি-শার্ট পরে তিনি কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। তখনই তাকে আটক করা হয়। এসময় তাকে টি-শার্ট খুলে ফেলতেও বলা হয়। পরে ট্যুইটারে সাংবাদিক লেখেন, ‘আমি ঠিক আছি। কিন্তু এটার কোনও প্রয়োজন ছিল না’। তিনি আরও জানান, পরে এক অফিসার তার কাছে ক্ষমা চান এবং তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেন।  উল্লেখ্য, সমকামীদের প্রতীক হলো রামধনু রং। সমকামীতা বোঝাতে তারা এই প্রতীকটি ব্যবহার করে থাকে। আর সমকামীদের অধিকার আন্দোলনের অন্যতম প্রতীক রামধনু রঙের পতাকা।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

 

আরও পড়ুন: এই প্রথম বিশ্বকাপে হিজাব পরে খেলছেন বেনজিনা