০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সূর্য এখন মাঝবয়সী’ – দাবি ইউরোপীয় গবেষণায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 63

পুবের কলম ওয়েবডেস্কঃ  ইউরোপিয়ান স্পেস এজেন্সির   (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, সূর্য মধ্যবয়সে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছর। নয়া গবেষণা অনুযায়ী, মধ্যবয়সে পৌঁছানোর কারণে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) ও সৌরঝড়ের মতো নানা রকম ঘটনা ঘটছে সূর্যে।

 

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

গাইয়া নামে ইএসএ-র পাঠানো মহাকাশযান থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে চমকপ্রদ তথ্য দিয়েছেন। এর মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার তথ্য জানাও সহজ হবে। গত ১৩ জুন গাইয়া মহাকাশযান থেকে তৃতীয় বারের মতো বড় পরিসরে তথ্য  প্রকাশ করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে! দাবি স্বঘোষিত ধর্মগুরু আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর

 

আরও পড়ুন: ব্রেকিং:মাধ্যমিকে মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সামরিন পড়তে চায় বিজ্ঞান বিভাগে 

এতে কয়েক লক্ষ গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর মধ্যে নক্ষত্রের তাপমাত্রা, আকার ও ভরের মতো বিষয়গুলো ছিল। পৃথিবী থেকে যেসব নক্ষত্র দেখা যায় সেগুলোর উজ্জ্বলতা ও রং সঠিকভাবে ধরতে পারে গাইয়া। গবেষণায় দেখা গেছে, তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সূর্য কেমন রূপ ধারণ করবে তার পূর্বাভাস দিতে সক্ষম হয়েছেন গবেষকেরা।

 

ইএসএ-র বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছরের কাছাকাছি। এটি বর্তমানে মধ্যবয়স পার করছে এবং হাইড্রোজেন ও হিলিয়াম জ্বালানি শেষ করছে। তবে বর্তমানে এটি অনেক স্থিতিশীল রয়েছে। কিন্তু সব সময় এমনটা নাও থাকতে পারে।’ বিজ্ঞানীদের ধারণা, সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলে ও ফিউশন প্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি একটি লাল বিশাল নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কমবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সূর্য এখন মাঝবয়সী’ – দাবি ইউরোপীয় গবেষণায়

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  ইউরোপিয়ান স্পেস এজেন্সির   (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, সূর্য মধ্যবয়সে পৌঁছে গেছে। ধারণা করা হচ্ছে, সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছর। নয়া গবেষণা অনুযায়ী, মধ্যবয়সে পৌঁছানোর কারণে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) ও সৌরঝড়ের মতো নানা রকম ঘটনা ঘটছে সূর্যে।

 

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

গাইয়া নামে ইএসএ-র পাঠানো মহাকাশযান থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে চমকপ্রদ তথ্য দিয়েছেন। এর মাধ্যমে মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার তথ্য জানাও সহজ হবে। গত ১৩ জুন গাইয়া মহাকাশযান থেকে তৃতীয় বারের মতো বড় পরিসরে তথ্য  প্রকাশ করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে! দাবি স্বঘোষিত ধর্মগুরু আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর

 

আরও পড়ুন: ব্রেকিং:মাধ্যমিকে মুসলিমদের মধ্যে সম্ভাব্য প্রথম সামরিন পড়তে চায় বিজ্ঞান বিভাগে 

এতে কয়েক লক্ষ গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর মধ্যে নক্ষত্রের তাপমাত্রা, আকার ও ভরের মতো বিষয়গুলো ছিল। পৃথিবী থেকে যেসব নক্ষত্র দেখা যায় সেগুলোর উজ্জ্বলতা ও রং সঠিকভাবে ধরতে পারে গাইয়া। গবেষণায় দেখা গেছে, তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সূর্য কেমন রূপ ধারণ করবে তার পূর্বাভাস দিতে সক্ষম হয়েছেন গবেষকেরা।

 

ইএসএ-র বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সূর্যের বয়স এখন ৪ দশমিক ৫৭ বিলিয়ন বছরের কাছাকাছি। এটি বর্তমানে মধ্যবয়স পার করছে এবং হাইড্রোজেন ও হিলিয়াম জ্বালানি শেষ করছে। তবে বর্তমানে এটি অনেক স্থিতিশীল রয়েছে। কিন্তু সব সময় এমনটা নাও থাকতে পারে।’ বিজ্ঞানীদের ধারণা, সূর্যের মূল অংশে হাইড্রোজেন জ্বালানি কমে গেলে ও ফিউশন প্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি একটি লাল বিশাল নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কমবে।