১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীর জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ বুলগেরিয়ার বৃদ্ধার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্পাকা ইভানোভা। ৮০ বছরের ওই বৃদ্ধা স্পাকা বুলগেরিয়ার বাসিন্দা।

আরও পড়ুন: আদিলের সঙ্গে নিকাহ সেরে ইসলাম ধর্ম নিয়েছেন রাখি, এই বিয়ে মিথ্যা নয়, দাবি আইনজীবীর

তুরস্কের আনাদোলু এজেন্সি সূত্রে এই খবর সামনে আনা হয়েছে। সেই সূত্রেই স্পাকা ইভানোভার ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা কথা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ‘স্বেচ্ছায় মুসলিমকে বিয়ে করে ইসলাম কবুল করেছি’ আদালত বলল ‘হস্তক্ষেপ নয়’

তবে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত হওয়ার পিছনে আছে একটি ইতিহাস। সম্প্রতি তুরস্কের উত্তর পশ্চিম এডরিনে ভ্রমণ যান স্পাকা। এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ (ইসলামি উপদেষ্টা পরিষদ) ভ্রমণ করেন। সেখানেই স্পাকা ইসলাম গ্রহণে তাঁর আগ্রহের কথা জানান।

স্পাকা ইভানোভার ইসলাম ধর্ম গ্রহণ উপলক্ষ্যে তুরস্কের এডিরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলাউদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া।

ইসলাম ধর্ম গ্রহণের পর স্পাস্কা ইভানোভা নিজের নাম পরিবর্তন করে হয়েছেন ফাতেমা। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে।

স্পাস্কা ইভানোভা জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি আগ্রহের কারণে দীর্ঘদিন তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন। এর পর মহানবী (সা.)-এর জীবনী পড়েন তিনি। যা তার জীবনকে খুব প্রভাবিত করে। এই পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন।

ফাতেমা সংবাদমাধ্যমকে আরও জানান, ইসলামের শেষ নবী মুহাম্মদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি। যা তাঁর অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহানবীর জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ বুলগেরিয়ার বৃদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্পাকা ইভানোভা। ৮০ বছরের ওই বৃদ্ধা স্পাকা বুলগেরিয়ার বাসিন্দা।

আরও পড়ুন: আদিলের সঙ্গে নিকাহ সেরে ইসলাম ধর্ম নিয়েছেন রাখি, এই বিয়ে মিথ্যা নয়, দাবি আইনজীবীর

তুরস্কের আনাদোলু এজেন্সি সূত্রে এই খবর সামনে আনা হয়েছে। সেই সূত্রেই স্পাকা ইভানোভার ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা কথা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ‘স্বেচ্ছায় মুসলিমকে বিয়ে করে ইসলাম কবুল করেছি’ আদালত বলল ‘হস্তক্ষেপ নয়’

তবে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত হওয়ার পিছনে আছে একটি ইতিহাস। সম্প্রতি তুরস্কের উত্তর পশ্চিম এডরিনে ভ্রমণ যান স্পাকা। এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ (ইসলামি উপদেষ্টা পরিষদ) ভ্রমণ করেন। সেখানেই স্পাকা ইসলাম গ্রহণে তাঁর আগ্রহের কথা জানান।

স্পাকা ইভানোভার ইসলাম ধর্ম গ্রহণ উপলক্ষ্যে তুরস্কের এডিরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলাউদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া।

ইসলাম ধর্ম গ্রহণের পর স্পাস্কা ইভানোভা নিজের নাম পরিবর্তন করে হয়েছেন ফাতেমা। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছে।

স্পাস্কা ইভানোভা জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি আগ্রহের কারণে দীর্ঘদিন তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন। এর পর মহানবী (সা.)-এর জীবনী পড়েন তিনি। যা তার জীবনকে খুব প্রভাবিত করে। এই পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন।

ফাতেমা সংবাদমাধ্যমকে আরও জানান, ইসলামের শেষ নবী মুহাম্মদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি। যা তাঁর অন্তরে গভীরভাবে রেখাপাত করে।