০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবার এ দেশেও ,  ঘোষণা ইউজিসি’র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 17

পুবের কলম প্রতিবেদক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে সমস্যায় পড়তে হয়েছে এই দেশের বহু পড়ুয়াকে।  এবার সেই সমস্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে,   তার জন্য এবার এ দেশেই সাধারণ- প্রযুক্তি বিষয়ের ক্যম্পাস করতে পারবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি। নতুন শিক্ষানীতির খসড়াতেও এই বিষয়ে উল্লেখ রয়েছে। এই দেশে পড়াশোনা করে অন্য দেশের সম মানের সার্টিফিকেটও মিলবে পড়ুয়াদের। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস জগদেশ কুমার এ কথা ঘোষণা করেছেন। জাতীয় শিক্ষা সম্মেলনে ইউজিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, ভারতেই এবার বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হবে। পড়ুয়ারা দেশের মাটিতেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।

তিনি জানিয়েছেন, বিদেশের অনেকেই ভারতে তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে আগ্রহী। আমরাও আমাদের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনছি। সেগুলি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত হোক, বেসরকারি হোক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই হোক না কেন। তারাও যাতে বিদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারে, সেই চেষ্টাই চলছে।

উল্লেখ্য, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দু’দিন ব্যাপী শিক্ষা সম্মেলনের আয়োজন করে। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শিক্ষাবিদ শিক্ষামন্ত্রকের আধিকারিকরা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবার এ দেশেও ,  ঘোষণা ইউজিসি’র

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে সমস্যায় পড়তে হয়েছে এই দেশের বহু পড়ুয়াকে।  এবার সেই সমস্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে,   তার জন্য এবার এ দেশেই সাধারণ- প্রযুক্তি বিষয়ের ক্যম্পাস করতে পারবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি। নতুন শিক্ষানীতির খসড়াতেও এই বিষয়ে উল্লেখ রয়েছে। এই দেশে পড়াশোনা করে অন্য দেশের সম মানের সার্টিফিকেটও মিলবে পড়ুয়াদের। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস জগদেশ কুমার এ কথা ঘোষণা করেছেন। জাতীয় শিক্ষা সম্মেলনে ইউজিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, ভারতেই এবার বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হবে। পড়ুয়ারা দেশের মাটিতেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।

তিনি জানিয়েছেন, বিদেশের অনেকেই ভারতে তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে আগ্রহী। আমরাও আমাদের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনছি। সেগুলি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত হোক, বেসরকারি হোক বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ই হোক না কেন। তারাও যাতে বিদেশে তাদের ক্যাম্পাস খুলতে পারে, সেই চেষ্টাই চলছে।

উল্লেখ্য, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দু’দিন ব্যাপী শিক্ষা সম্মেলনের আয়োজন করে। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শিক্ষাবিদ শিক্ষামন্ত্রকের আধিকারিকরা দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করেন।