১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গ রাজনীতির মহীরুহ পতন, এক নজরে সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় রাজনৈতিক জীবন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 97

পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গ রাজনীতির অন্যতম দীপটা নিভে গেল দীপাবলির রাতেই। আ্যঞ্জিওপ্ল্যাস্টি করে দুটো স্টেন্ট বসিয়েও হলনা শেষ রক্ষা। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী তথা এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

এক নজরে দেখে নেওয়া যাক সদ্য প্রয়াত এই রাজনীতিকের জীবনের ঘটনা পারম্পর্য।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

১ বজবজের সারেঙ্গার বাসিন্দা ছিলেন

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

২ বঙ্গবাসী কলেজে আ্যনথ্রোপলজি নিয়ে স্নাতক স্তরে লেখাপড়া। সেখানেই সিনিয়র হিসেবে পেয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সীকে। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি।

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

৩ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আার্কিওলজিতে স্নাতকোত্তর

৪ ১৯৭১ সাল তরুণ সুব্রত প্রথমবার বিধায়ক হলেন বালিগঞ্জ কেন্দ্র থেকে, কংগ্রেসের টিকিটে।

৫ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তিনি হলেন সর্ব কনিষ্ঠ মন্ত্রী। সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রীসসভায় ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।

৬ ১৯৮২ সালে জোড়াবাগানের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত সেই আসনেই বিধায়ক ছিলেন সুব্রত। ১৯৯৬ সালে চৌরঙ্গী থেকে বিধায়ক হয়েছিলেন।

৭ ২০০০ সাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

৮ ২০০১ সালে কলকাতা পুরসভার মেয়র। বাম আমলেও সুব্রত মুখোপাধ্যায় পরিচিত ছিলেন আপোষহীন মেয়র বলেই।

৯ এরপর ঘড়ি চিহ্ন নিয়ে একক লড়াই, ছাড়লেন তৃণমূল

১০ সুব্রত মুখোপাধ্যায় জিতলেও তাঁর দল হারে

১১ ২০১০ ফের ফিরলেন তৃণমূলে। আমৃত্যু ছিলেন সেই দলে

১২ ২০১১ ৩৪ বছরের বাম সরকারের যবনিকা টেনে প্রথম বার ক্ষমতায় এলো তৃণমূল। মন্ত্রী হলেন সুব্রত।

১৩ ২৪ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে এসএসকেম হাসপাতালে ভর্তি হন
১৪ ৪ ঠা নভেম্বর দাঁড়ি টানলেন জীবনের ইনিংসে।

The fall of Bengal politics, at a glance the colorful political life of Subrata Mukherjee

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বঙ্গ রাজনীতির মহীরুহ পতন, এক নজরে সুব্রত মুখোপাধ্যায়ের বর্ণময় রাজনৈতিক জীবন

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বঙ্গ রাজনীতির অন্যতম দীপটা নিভে গেল দীপাবলির রাতেই। আ্যঞ্জিওপ্ল্যাস্টি করে দুটো স্টেন্ট বসিয়েও হলনা শেষ রক্ষা। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী তথা এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

এক নজরে দেখে নেওয়া যাক সদ্য প্রয়াত এই রাজনীতিকের জীবনের ঘটনা পারম্পর্য।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

১ বজবজের সারেঙ্গার বাসিন্দা ছিলেন

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

২ বঙ্গবাসী কলেজে আ্যনথ্রোপলজি নিয়ে স্নাতক স্তরে লেখাপড়া। সেখানেই সিনিয়র হিসেবে পেয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সীকে। ছাত্র রাজনীতিতে হাতেখড়ি।

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

৩ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আার্কিওলজিতে স্নাতকোত্তর

৪ ১৯৭১ সাল তরুণ সুব্রত প্রথমবার বিধায়ক হলেন বালিগঞ্জ কেন্দ্র থেকে, কংগ্রেসের টিকিটে।

৫ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তিনি হলেন সর্ব কনিষ্ঠ মন্ত্রী। সিদ্ধার্থ শংকর রায়ের মন্ত্রীসসভায় ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।

৬ ১৯৮২ সালে জোড়াবাগানের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত সেই আসনেই বিধায়ক ছিলেন সুব্রত। ১৯৯৬ সালে চৌরঙ্গী থেকে বিধায়ক হয়েছিলেন।

৭ ২০০০ সাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

৮ ২০০১ সালে কলকাতা পুরসভার মেয়র। বাম আমলেও সুব্রত মুখোপাধ্যায় পরিচিত ছিলেন আপোষহীন মেয়র বলেই।

৯ এরপর ঘড়ি চিহ্ন নিয়ে একক লড়াই, ছাড়লেন তৃণমূল

১০ সুব্রত মুখোপাধ্যায় জিতলেও তাঁর দল হারে

১১ ২০১০ ফের ফিরলেন তৃণমূলে। আমৃত্যু ছিলেন সেই দলে

১২ ২০১১ ৩৪ বছরের বাম সরকারের যবনিকা টেনে প্রথম বার ক্ষমতায় এলো তৃণমূল। মন্ত্রী হলেন সুব্রত।

১৩ ২৪ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে এসএসকেম হাসপাতালে ভর্তি হন
১৪ ৪ ঠা নভেম্বর দাঁড়ি টানলেন জীবনের ইনিংসে।

The fall of Bengal politics, at a glance the colorful political life of Subrata Mukherjee