১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন ব্যক্তির

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার
  • / 65

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে এটা দ্বিতীয় অনাকাঙ্খিত ঘটনা। সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন ব্যক্তি সুপ্রিম কোর্ট ভবনের সামনের প্লাজায় যান এবং নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। এতে অন্য কেউ আহত হননি। তবে দগ্ধ ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি, পরিচয় বা কেন এমনটা করেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ওই ঘটনার পরপরই ইউএস ক্যাপিটল পুলিশ টু্যইট করে জানায়, জরুরি প্রয়োজনে একটি মেডিকেল হেলিকপ্টার ঘটনাস্থল থেকে দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত আদালত ও পার্লামেন্ট এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: কৈখালিতে বাসে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন ব্যক্তির

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আমেরিকার সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে এটা দ্বিতীয় অনাকাঙ্খিত ঘটনা। সুপ্রিম কোর্টের মুখপাত্র প্যাট্রিসিয়া ম্যাককেব এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একজন ব্যক্তি সুপ্রিম কোর্ট ভবনের সামনের প্লাজায় যান এবং নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। এতে অন্য কেউ আহত হননি। তবে দগ্ধ ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি, পরিচয় বা কেন এমনটা করেছেন সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ওই ঘটনার পরপরই ইউএস ক্যাপিটল পুলিশ টু্যইট করে জানায়, জরুরি প্রয়োজনে একটি মেডিকেল হেলিকপ্টার ঘটনাস্থল থেকে দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত আদালত ও পার্লামেন্ট এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: কৈখালিতে বাসে আগুন