কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: মঙ্গলবার সাত সকালে বাঘের ছাপ দেখতে পেয়ে আতঙ্ক ছড়ালো। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত গোসাবা ব্লকের সুন্দরবনের সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত হেতালবেড়িয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয়েছেন সুন্দরবন কোষ্টাল থানার বিশাল পুলিশ বাহিনী ও বনদফতরের কর্মীরা। বাঘের খোঁজে এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি অভিযান।

বনদফতরের প্রাথমিক ধারণা সম্ভবত বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল খাবার সন্ধানে। বাঘটি আবার নদী সাঁতরে জঙ্গলে ফিরে গিয়েছে।অন্যদিকে এলাকার মানুষজনের ধারনা বাঘটি সম্ভবত নদী সংলগ্ন এলাকার কোন জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকতে পারে।তবে বাঘের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান জারী রেখেছেন বনদফতর ও পুলিশ প্রশাসন।






























