পশ্চিম মেদিনীপুরে বিজেপি কার্যালয় থেকে উজ্জ্বলা প্রকল্পের গ্যাস বিতরণ, বিতন্ডা চরমে
- আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির দলীয় কার্যালয় থেকে কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের গ্যাস বিতরণের অভিযোগ উঠল। এই অভিযোগকে কে ঘিরে আপাতত সরগরম পশ্চিম মেদিনীপুরের বেলদা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি গ্রামের বিজেপি অফিসের মধ্যে সাজানো হয় গ্যাস সিলিন্ডার এবং ওভেন। আর সেখান থেকেই উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সিলিন্ডার বিলি করা হয়। কেন্দ্রীয় প্রকল্পের গ্যাস কেন পার্টি অফিস থেকে বিতরণ করা হবে এই নিয়ে শুরু হয়েছে জোর বিতন্ডা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কীভাবে এই কাজ করতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক সূর্যকান্ত অট্ট। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বেআইনি। বিজেপি এটা করতে পারে না।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি গ্রামের মহিলারা অনেকেই এই প্রকল্পের সম্বন্ধে জানেন না বা তাদের কোন ধারণা নেই। তাই তাঁদের সচেতন করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা নিয়ে রাজনীতির কিছু নেই।