০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের চর সন্দেহ, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে নিহত নিরীহ গ্রামবাসী

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 31

পুবের কলম,ওয়েবডেস্ক: পুলিশের চর সন্দেহ। ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে নিহত নিরীহ গ্রামবাসী । মৃতের নাম কাওয়াসি হুঙ্গা। মাও দমনে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। এই আবহে মাওবাদীদের নিছক সন্দেহে প্রাণ খোয়ালেন এক নিরীহ গ্রামবাসী। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বিজাপুর জেলার পেরামপাল্লি গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল মাওবাদী। সেখানেই পুলিশের চর সন্দেহে এক নিরীহ গ্রামবাসীকে খুন করে তারা। প্রাথমিকভাবে জানা গেছে , সাধারণ পোশাকে এসেছিল মাওবাদীরা। ফলস্বরূপ তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর,  এই মুহূর্তে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকায় মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। তাই সংশ্লিষ্ট এলাকা থেকে মাওবাদীদের চিরতরে সাফ করতে ইতিমধ্যেই প্রায়  ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশের চর সন্দেহ, ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে নিহত নিরীহ গ্রামবাসী

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পুলিশের চর সন্দেহ। ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে নিহত নিরীহ গ্রামবাসী । মৃতের নাম কাওয়াসি হুঙ্গা। মাও দমনে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। এই আবহে মাওবাদীদের নিছক সন্দেহে প্রাণ খোয়ালেন এক নিরীহ গ্রামবাসী। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে বিজাপুর জেলার পেরামপাল্লি গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল মাওবাদী। সেখানেই পুলিশের চর সন্দেহে এক নিরীহ গ্রামবাসীকে খুন করে তারা। প্রাথমিকভাবে জানা গেছে , সাধারণ পোশাকে এসেছিল মাওবাদীরা। ফলস্বরূপ তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর,  এই মুহূর্তে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকায় মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। তাই সংশ্লিষ্ট এলাকা থেকে মাওবাদীদের চিরতরে সাফ করতে ইতিমধ্যেই প্রায়  ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান।