১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে

মিতা রয়
  • আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 35

পুবের কলম ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরপ্রদেশের কানপুর জেলায় জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি কানপুরে আরও ৩০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট বিশাখ জি আইয়ার শুক্রবার বলেন যে কানপুরে আরও ৩০ জনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তিনি আরও বলেন যে জেলায় জিকা ভাইরাস সংক্রমণের প্রথম কেসটি ধরা পড়ে ২৩ অক্টোবর,  যখন একজন ভারতীয় বিমান বাহিনীর অফিসার জিকায় আক্রান্ত  হয়েছিলেন। জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ২১ জন মহিলা রয়েছে বলে জানা যায়। মূলত এই ভাইরাস মশা দ্বারা ছড়ায়। যার জন্য মশা নির্মূল অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য আধিকারিকের দল বিভিন্ন এলাকায় সার্ভে করে জিকা সন্দেহভাজন জ্বরের রোগীদের নমুনা সংগ্রহ করছেন এবং  জিকা সংক্রমণ রুখতে গর্ভবতী মহিলা ও জ্বরের রোগীদের তালিকা তৈরি করা হচ্ছে। জ্বর হলেই যথাযথ নমুনা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে। জ়িকায় সাধারণত যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলি হল, জ্বর, নাক থেকে জল পড়া, মাথা ব্যাথা, গায়ে র‍্যাশ। পেশীতে ব্যাথাও একটি উপসর্গ। কানপুরের জেলা প্রশাসন জানিয়েছে, জ়িকার সংক্রমণ রোধ করার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: জিকা ভাইরাস… কিভাবে সুরক্ষিত রাখা যাবে নবজাতকদের, জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক
Tag :

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে

আপডেট : ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরপ্রদেশের কানপুর জেলায় জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি কানপুরে আরও ৩০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট বিশাখ জি আইয়ার শুক্রবার বলেন যে কানপুরে আরও ৩০ জনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তিনি আরও বলেন যে জেলায় জিকা ভাইরাস সংক্রমণের প্রথম কেসটি ধরা পড়ে ২৩ অক্টোবর,  যখন একজন ভারতীয় বিমান বাহিনীর অফিসার জিকায় আক্রান্ত  হয়েছিলেন। জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ২১ জন মহিলা রয়েছে বলে জানা যায়। মূলত এই ভাইরাস মশা দ্বারা ছড়ায়। যার জন্য মশা নির্মূল অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য আধিকারিকের দল বিভিন্ন এলাকায় সার্ভে করে জিকা সন্দেহভাজন জ্বরের রোগীদের নমুনা সংগ্রহ করছেন এবং  জিকা সংক্রমণ রুখতে গর্ভবতী মহিলা ও জ্বরের রোগীদের তালিকা তৈরি করা হচ্ছে। জ্বর হলেই যথাযথ নমুনা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয়েছে। জ়িকায় সাধারণত যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলি হল, জ্বর, নাক থেকে জল পড়া, মাথা ব্যাথা, গায়ে র‍্যাশ। পেশীতে ব্যাথাও একটি উপসর্গ। কানপুরের জেলা প্রশাসন জানিয়েছে, জ়িকার সংক্রমণ রোধ করার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: জিকা ভাইরাস… কিভাবে সুরক্ষিত রাখা যাবে নবজাতকদের, জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক