মরক্কোয় ১০৫ ফুট কুয়োয় ৫ বছরের শিশু!
- আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় পাঁচ বছরের এক শিশু ১০০ ফুটেরও বেশি গভীর কুয়োয় পড়ে গেছে। চারদিন আগে এই ঘটনা ঘটলেও এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে জীবিত তুলে আনতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। সবাই জানতে উন্মুখ– শিশুটি বেঁচে রয়েছে তো জানা যায়– চার বছর বয়সী শিশুটির নাম রায়ান। সে গত মঙ্গলবার রাতে মরক্কোর চেফচাওয়েন প্রদেশের ইঘরান গ্রামে নিজেদের বাড়ির কাছে একটি গভীর কুয়ায় পড়ে যায়।
শিশুটির বর্তমান অবস্থা নিশ্চিত নয়। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে– শিশুটিকে শ্বাসপ্রশ্বাস নিতে দেখা গেছে এবং কুয়ার মধ্যে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রায়ানের অবস্থা দেখতে কুয়ার গভীরে ক্যামেরা নামানো হয়েছিল। তাতে শিশুটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত শিশুটিকে উদ্ধারে মরক্কোর স্বাস্থ্যমন্ত্রক ও মেডিক্যাল কর্মীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারের পর তাকে দ্রুত হাসপাতালে নিতে পাশে একটি হেলিকপ্টার দাঁড় করিয়ে রাখা হয়েছে। রায়ানকে বের করতে কুয়ার পাশে প্রায় সমান গভীর আরেকটি গর্ত খোঁড়া হচ্ছে। রায়ানের বাবা জানিয়েছেন– তিনি কুয়া মেরামত করছিলেন। এসময় ছেলে তার সঙ্গে ছিল। তিনি বলেন– ’রায়ান ঠিক আমার পাশেই ছিল।’ কিন্তু সে যে কখন পড়ে গেছে– বুঝতেই পারেননি।