হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবারও দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে যাত্রী ভোগান্তি অব্যাহত। এ দিনও হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া-দিঘা, দিঘা-হাওড়া ও পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, ‘একটা সমস্যা হয়েছে। তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে আগের থেকে তা স্বাভাবিক হয়েছে অনেকটাই।’
সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল। প্রায় ২ মাস আগে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেয় রেল। সেই মতো দফায় দফায় বহু দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন বাতিলও করা হয়েছিল। অনেক ট্রেনের রুট বদলও করা হয়। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ঠিক মতো কাজ না করায় এই সমস্যা হয়। বুধবারও সেই সমস্যা অনেকটাই জিইয়ে রইল।