শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে পথসভা তৃণমূলের

- আপডেট : ২৬ জুন ২০২৩, সোমবার
- / 112
আইভি আদক, হাওড়া: শিয়ালদহের পর এবার হাওড়া। ট্রেনে আসা গ্রামীণ ভোটারদের সমর্থন পেতে এবার হাওড়া স্টেশনের বাইরে পঞ্চায়েতের প্রচারে পথসভা তৃণমূলের। শিয়ালদহের পর এবার হাওড়া। ট্রেনে আসা গ্রামীণ ভোটারদের সমর্থন পেতে এবার হাওড়া স্টেশনের বাইরে পঞ্চায়েতের প্রচারে পথসভা তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে সোমবার সকালে হাওড়া স্টেশনে বাইরে পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
ওই পথসভায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষ, বিধায়ক গৌতম চৌধুরী, নন্দিতা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিয়ালদা স্টেশনের পর হাওড়া স্টেশনের বাইরে এদিন পথসভা করে তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এদিনের সভায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন। ভোটের আগে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। এমনিতেই নির্বাচনী মিছিল, মিটিং, বাড়ি বাড়ি প্রচার এবং পথসভা শুরু হয়ে গেছে। যত এই ধরনের সভা হবে তাতে ঝড় উঠবে। সেই কাজই আমরা করছি। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশকে আমরা সম্মান করি। যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন আমরা ভয় পাই না। আমরা বিপুল ভোটে পঞ্চায়েত জিতব। বিরোধী রাজনৈতিক দলগুলি যে ভয় দেখানোর অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা।