২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্পাইস জেটের পর এবার করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 32

পুবের কলম ওয়েবডেস্কঃ স্পাইস জেটের পর এবার করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। শারজা থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির জন্য পাইলট বিমানের মুখ পাকিস্তানের দিকে ঘুরিয়ে নিতে বাধ্য হন। এরপর করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়।

তবে ওই বিমানের সমস্ত যাত্রীরা সুস্থ এবং নিরাপদে আছেন বলেই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিমানসংস্থার পক্ষ থেকে। করাচি  বিমানবন্দর থেকে যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসতে একটি নতুন বিমান পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে “ইন্ডিগোর বিমান 6ই-1406 শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট”

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের

মাত্র সপ্তাহ দুই আগে একই ভাবে স্পাইসজেটের একটি বিমান করাচি  বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেটি মুম্বই থেকে দুবাই যাছিল। প্রায় ১১ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকতে হয় যাত্রীদের ।

আরও পড়ুন: বিমান থেকে ঝাঁঝালো গন্ধ, যাত্রী আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

তবে স্পাইসজেট, ইন্ডিগো, ভিস্তারার মত বেসরকারি বিমানসংস্থা গুলির দিকে বারংবার উঠছে অভিযোগের আঙুল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। ডিজিসিএ একাধিকবার শোকজও করেছে এই বেসরকারি বিমানসংস্থা গুলিকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পাইস জেটের পর এবার করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্পাইস জেটের পর এবার করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। শারজা থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির জন্য পাইলট বিমানের মুখ পাকিস্তানের দিকে ঘুরিয়ে নিতে বাধ্য হন। এরপর করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়।

তবে ওই বিমানের সমস্ত যাত্রীরা সুস্থ এবং নিরাপদে আছেন বলেই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিমানসংস্থার পক্ষ থেকে। করাচি  বিমানবন্দর থেকে যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসতে একটি নতুন বিমান পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে “ইন্ডিগোর বিমান 6ই-1406 শারজা থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ সেটিকে করাচির দিকে ঘুরিয়ে দিতে হয়েছে ৷ বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে জরুরি ভিত্তিতে যেটা করা উচিত সেটাই করেছেন পাইলট”

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের

মাত্র সপ্তাহ দুই আগে একই ভাবে স্পাইসজেটের একটি বিমান করাচি  বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেটি মুম্বই থেকে দুবাই যাছিল। প্রায় ১১ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকতে হয় যাত্রীদের ।

আরও পড়ুন: বিমান থেকে ঝাঁঝালো গন্ধ, যাত্রী আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

তবে স্পাইসজেট, ইন্ডিগো, ভিস্তারার মত বেসরকারি বিমানসংস্থা গুলির দিকে বারংবার উঠছে অভিযোগের আঙুল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। ডিজিসিএ একাধিকবার শোকজও করেছে এই বেসরকারি বিমানসংস্থা গুলিকে।