পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার বৈরিতা। সম্ভবনা বাড়ছে যুদ্ধের। দু’দেশের উত্তেজনার আবহে বড় ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ চালনোর ঘোষণা দিলেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এ অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। এ অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে। লাতিন আমেরিকার দেশটিকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন যুদ্ধমন্ত্রী এক এক্স বার্তায় বলেন, ‘আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করছি। জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এবং সাউথ কমান্ডের নেতৃত্বে এই মিশন আমাদের স্বদেশকে রক্ষা করবে এবং আমাদের গোলার্ধ থেকে মাদক-সন্ত্রাসীদের অপসারণ করবে।’
মাদকবিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার বৈরিতা। এবার এই তিক্ত সম্পর্কে নতুন মাত্রা দিল ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’। বৃহস্পতিবার লাতিন আমেরিকার দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোয় নতুন করে উদ্বেগ ও যুদ্ধের সম্ভবনা দেখা দিয়েছে। যদিও ট্রাম্প সরকারের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।























