অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাসদুর্ঘটনা, আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যু
- আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 140
পুবের কলম ওয়েবডেস্ক: রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাসদুর্ঘটনা। শুক্রবার ভোর সাড়ে ৩টার সময় কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রাম সংলগ্ন এলাকায় যাত্রীবোঝাই একটি বাস বাইকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন, আহতের সংখ্যা বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর বাসের সামনের অংশে আটকে যায় বাইকটি, এরপর কিছুদূর যেতেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ জানলা ভেঙে প্রাণে বাঁচলেও, অনেকেই বেরোতে পারেননি। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।পুলিশ জানিয়েছে, মৃতদের অনেককে চেনা যাচ্ছে না। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালক পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কুর্নুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।




























