পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই ইরানের: স্পষ্ট বার্তা আরাগচির

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 171
পুর্বের কলম ওয়েবডেস্ক: পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা একপ্রকার উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন—পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও রকম আলোচনা করার পরিকল্পনা নেই।
আরাগচি ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ করে বলেন, “আমরা যখন শান্তিপূর্ণ আলোচনায় ছিলাম, তখন তারা পিছন থেকে ছুরি মেরেছে। আলোচনার ছায়াতেই তারা ইসরাইলের হাত ধরে আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে প্রমাণ হয়, যুক্তরাষ্ট্র একইসঙ্গে আলোচনার টেবিলেও বসে এবং যুদ্ধের মাঠেও নামে।”
তিনি আরও বলেন, “ওয়াশিংটন শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, ইচ্ছাকৃতভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং তাতে ইসরাইলকে উসকে দিয়েছে। তারা চেয়েছিল আমাদের অধিকার হরণ করতে। কিন্তু ইরান তা মেনে নেবে না।” যদিও কূটনৈতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে জানান আরাগচি। তাঁর কথায়, “আমরা এখনও বহু দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আমেরিকার সঙ্গে পারমাণবিক নিয়ে নতুন করে বসার কোনও ইচ্ছা নেই।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে একটি বৈঠক হতে পারে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরাগচি বলেন, “এই ধরনের কোনও বৈঠকের আয়োজন হয়নি। আসলে আমেরিকা নিজের বক্তব্যে নিজেরাই দ্বিধান্বিত ও পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।” এই অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি এভাবে অবনতির দিকে এগোতে থাকে, তাহলে পুরো অঞ্চল আরও বড় সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।