১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চরবৃত্তিতে জড়িত সন্দেহে ইরানে ৭০০ জন গ্রেফতার, ৩ জনের ফাঁসি

চামেলি দাস
  • আপডেট : ২৫ জুন ২০২৫, বুধবার
  • / 174

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলে চরবৃত্তি যুক্ত থাকার অভিযোগে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা  সূত্রে খবর।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরাইলের সঙ্গে চলা ১২ দিন ধরে চলা সংঘাতের মাঝেই এসব সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তারা কাজ করছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি, চরম উদ্বেগে আমেরিকা!

 

আরও পড়ুন: গাজায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, আহত বহু: বাড়ছে মানবিক বিপর্যয়

অন্যদিকে, চরবৃত্তির অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। আজ বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। উল্লেখ্য, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এই ঘটনা ঘটল।

আরও পড়ুন: “জাতি হিসাবে গর্ববোধই অধিক মূল্যবান”, শহিদদের জানাজায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মন্তব্য

ইরানের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলি, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামে ওই তিন ব্যক্তি দেশের ভিতরে হামলা চালানোর উদ্দেশে বিভিন্ন সরঞ্জাম প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। জায়নবাদী শাসক অর্থাৎ ইসরাইলকে সহায়তা করার অভিযোগে তাঁদের আটক করে বিচার করা হয়। অবশেষে, আজ সকালে তাঁদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উরমিয়া শহরটি তুরস্ক সীমান্তের কাছাকাছি অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরপরই এই ফাঁসির ঘটনা ইরানের কঠোর নিরাপত্তা নীতি ও ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বার্তা বহন করে। একই সঙ্গে,  গুপ্তচরবৃত্তি নির্মূলে ইরানের কঠোর অবস্থানও স্পষ্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চরবৃত্তিতে জড়িত সন্দেহে ইরানে ৭০০ জন গ্রেফতার, ৩ জনের ফাঁসি

আপডেট : ২৫ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলে চরবৃত্তি যুক্ত থাকার অভিযোগে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা  সূত্রে খবর।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরাইলের সঙ্গে চলা ১২ দিন ধরে চলা সংঘাতের মাঝেই এসব সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তারা কাজ করছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি, চরম উদ্বেগে আমেরিকা!

 

আরও পড়ুন: গাজায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, আহত বহু: বাড়ছে মানবিক বিপর্যয়

অন্যদিকে, চরবৃত্তির অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। আজ বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। উল্লেখ্য, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এই ঘটনা ঘটল।

আরও পড়ুন: “জাতি হিসাবে গর্ববোধই অধিক মূল্যবান”, শহিদদের জানাজায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মন্তব্য

ইরানের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলি, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামে ওই তিন ব্যক্তি দেশের ভিতরে হামলা চালানোর উদ্দেশে বিভিন্ন সরঞ্জাম প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। জায়নবাদী শাসক অর্থাৎ ইসরাইলকে সহায়তা করার অভিযোগে তাঁদের আটক করে বিচার করা হয়। অবশেষে, আজ সকালে তাঁদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উরমিয়া শহরটি তুরস্ক সীমান্তের কাছাকাছি অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরপরই এই ফাঁসির ঘটনা ইরানের কঠোর নিরাপত্তা নীতি ও ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বার্তা বহন করে। একই সঙ্গে,  গুপ্তচরবৃত্তি নির্মূলে ইরানের কঠোর অবস্থানও স্পষ্ট।