অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, ধৃতের একাধিক অপরাধের ইতিহাস
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 91
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম আকিল ওরফে নিত্রা। জানা গিয়েছে, বছর উনত্রিশের ওই যুবকের দীর্ঘ অপরাধের ইতিহাস সহ অভ্যাসগত অপরাধী। ধৃতের বিরুদ্ধে কমপক্ষে ১০টি ফৌজদারি মামলা রয়েছে। শ্লীলতাহানি, ডাকাতি, হামলা এবং হত্যার চেষ্টার মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ১০ বছরের কারাদণ্ডের পরে ভৈরবগড় কারাগার থেকে মুক্তি পেয়েছে ধৃত।
পুলিশ সূত্রে খবর, আকিলের বিরুদ্ধে ২০১২ সালে বেশকিছু মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক বিরোধী আইন, মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তিনি একজন চিত্রশিল্পী হিসাবে কাজ করতেন এবং তার বাবা-মা শ্রমিক। ঠিক কিভাবে একজন চিত্রশিল্পী দাগী অপরাধী হয়ে উঠলেন তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

উল্লেখ্য, বিশ্বকাপ খেলতে এসে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে শনিবার শ্লীলতাহানির শিকার হন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দুই সদস্য। বৃহস্পতিবার সকালে ক্যাফেতে যাওয়ার পথে বাইকে চেপে এক যুবক তাঁদের অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায় বলে অভিযোগ। আতঙ্কিত দুই ক্রিকেটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ডিভাইসের মাধ্যমে এসওএস সিগন্যাল পাঠান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেন ও পুলিশে খবর দেন। পরে পুলিশের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ইন্দোরে এমন লজ্জাজনক ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা বলেন, এটি শুধু অস্ট্রেলিয়ান দলের প্রতি অপমান নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























