৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একইসঙ্গে দুটি লিগে খেলবেন অশ্বিন!

পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল, দুটি থেকেই অবসর গ্রহণ করেছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল থেকে অবসর নেওয়ার সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বিদেশের লিগে খেলতে চান। আর মঙ্গলবার জানা গেল, বিদেশে একইসঙ্গে দুটি লিগে খেলতে চলেছেন অশ্বিন। অষ্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি—২০ লিগে খেলতে পারেন এই তারকা স্পিনার।

ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল টি-২০’র নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। ১ অক্টোবর হবে সেই নিলাম। এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে ২ ডিসেম্বর। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আবার বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর। এই টুর্নামেন্টের ফাইনাল পরের বছরের ২৫ জানুয়ারি। বিগ ব্যাশের -চারটি দল অশ্বিনকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে রয়েছেন সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হ্যারিকেনস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। অশ্বিন দুটি লিগে খেললে দুটিতেই একইসঙ্গে খেলা চালিয়ে যেতে হবে তাঁকে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একইসঙ্গে দুটি লিগে খেলবেন অশ্বিন!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল, দুটি থেকেই অবসর গ্রহণ করেছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল থেকে অবসর নেওয়ার সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বিদেশের লিগে খেলতে চান। আর মঙ্গলবার জানা গেল, বিদেশে একইসঙ্গে দুটি লিগে খেলতে চলেছেন অশ্বিন। অষ্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি—২০ লিগে খেলতে পারেন এই তারকা স্পিনার।

ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল টি-২০’র নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। ১ অক্টোবর হবে সেই নিলাম। এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে ২ ডিসেম্বর। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আবার বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর। এই টুর্নামেন্টের ফাইনাল পরের বছরের ২৫ জানুয়ারি। বিগ ব্যাশের -চারটি দল অশ্বিনকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে রয়েছেন সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হ্যারিকেনস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। অশ্বিন দুটি লিগে খেললে দুটিতেই একইসঙ্গে খেলা চালিয়ে যেতে হবে তাঁকে