শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ইন্তেকাল করলেন নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 42
পুবের কলম,ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক (ইন্না লিল্লাহি…)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ার পর থেকে শারীরিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকে। রবিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা তাঁকে। অস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন সুস্থ থাকলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার রাতে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। সোমবার দুপুর ২ টো ২৮ নাগাদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি।
আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি।
তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2025
এদিন বিশিষ্ট বামপন্থী চিন্তাবিদ, প্রাবন্ধিক আজিজুল হকের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হক’এর প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’