০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপ ফুল নিয়ে রাস্তায় নামলেন বাসন্তীর ট্রাফিক, সচেতন করে তুলে দিলেন হেলমেট হীন বাইক চালকদের হাতে

মারুফা খাতুন
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 142

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। জীবন কে উপেক্ষা করে হীন বাইকের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সচেতনতা করে ফাইন চাপিয়ে ও কোন রকম সুরাহা হচ্ছে না। দুর্ঘটনায় কবলে পড়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ১৮ থেকে ৩০ এর মধ্যে যুবকরা।

বেপোরোয়া যুবকদের বাগে আনতে পুলিশ দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বাসন্তী ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।সোমবার সকালে বাসন্তীর সোনাখালির রাজপথে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রীতিমতো হেলমেট হীন বাইক চালকদের কে করজোড়ে দাঁড় করিয়ে তাদের হাতে তুলে দিলেন রক্ত গোলাপ। শুধু গোলাপ ফুল নয়, অনুরোধের সুরে সাথে দিলেন উপদেশ।

গোলাপ ফুল নিয়ে রাস্তায় নামলেন বাসন্তীর ট্রাফিক, সচেতন করে তুলে দিলেন হেলমেট হীন বাইক চালকদের হাতে

হেলমেট হীন বাইক চালকদের কে সতর্ক করে ট্রাফিক কর্মীদের বলতে শোনা গেল ‘জীবন আগে। জীবনকে রীতিমতো সুরক্ষা দিতে হবে। দয়া করে হেলমেট ব্যবহার করুন। কারণ আপনার কিছু হয়ে গেলে একটি পরিবার ভেসে যাবে। সারা জীবন বাবা-মা চোখের জল ফেলবেন। দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না।’

অন্যদিক বাসন্তী ট্রাফিক গার্ডের ওসি সফিউল্লা সেখ এর এমন মাতৃসুলভ অভিনব উদ্যোগ কে স্বাগত জানিয়ে হেলমেট হীন বাইক চালক থেকে সাধারণ পথচারীদের দাবী, ‘রোদ,ঝড়,বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক কর্মীরা আমাদের নিরাপদে যাতায়াত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাঁরা এদিন যে উপদেশ বা অনুরোধ করে হেলমেট পরা কিংবা সীট বেল্ট পরার জন্য অনুরোধ করেছেন তা জনসাধারণের ভালোর জন্য। কারণ জীবন একবার ঝরে গেলে সমস্তটাই শেষ।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোলাপ ফুল নিয়ে রাস্তায় নামলেন বাসন্তীর ট্রাফিক, সচেতন করে তুলে দিলেন হেলমেট হীন বাইক চালকদের হাতে

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। জীবন কে উপেক্ষা করে হীন বাইকের দৌরাত্ম্য বেড়েই চলেছে। সচেতনতা করে ফাইন চাপিয়ে ও কোন রকম সুরাহা হচ্ছে না। দুর্ঘটনায় কবলে পড়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ১৮ থেকে ৩০ এর মধ্যে যুবকরা।

বেপোরোয়া যুবকদের বাগে আনতে পুলিশ দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বাসন্তী ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।সোমবার সকালে বাসন্তীর সোনাখালির রাজপথে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রীতিমতো হেলমেট হীন বাইক চালকদের কে করজোড়ে দাঁড় করিয়ে তাদের হাতে তুলে দিলেন রক্ত গোলাপ। শুধু গোলাপ ফুল নয়, অনুরোধের সুরে সাথে দিলেন উপদেশ।

গোলাপ ফুল নিয়ে রাস্তায় নামলেন বাসন্তীর ট্রাফিক, সচেতন করে তুলে দিলেন হেলমেট হীন বাইক চালকদের হাতে

হেলমেট হীন বাইক চালকদের কে সতর্ক করে ট্রাফিক কর্মীদের বলতে শোনা গেল ‘জীবন আগে। জীবনকে রীতিমতো সুরক্ষা দিতে হবে। দয়া করে হেলমেট ব্যবহার করুন। কারণ আপনার কিছু হয়ে গেলে একটি পরিবার ভেসে যাবে। সারা জীবন বাবা-মা চোখের জল ফেলবেন। দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না।’

অন্যদিক বাসন্তী ট্রাফিক গার্ডের ওসি সফিউল্লা সেখ এর এমন মাতৃসুলভ অভিনব উদ্যোগ কে স্বাগত জানিয়ে হেলমেট হীন বাইক চালক থেকে সাধারণ পথচারীদের দাবী, ‘রোদ,ঝড়,বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক কর্মীরা আমাদের নিরাপদে যাতায়াত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাঁরা এদিন যে উপদেশ বা অনুরোধ করে হেলমেট পরা কিংবা সীট বেল্ট পরার জন্য অনুরোধ করেছেন তা জনসাধারণের ভালোর জন্য। কারণ জীবন একবার ঝরে গেলে সমস্তটাই শেষ।’