১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিশৃঙ্খলা করছে শুভেন্দুরা: মন্ত্রী বেচারাম

আলু নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত

মারুফা খাতুন
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 4

নসিবুদ্দিন সরকার, হুগলি : সিঙ্গুরের রতনপুর মোড়ে আলুর দাম নিয়ে বিজেপির অবস্থান-বিক্ষোভ ঘিরে বুধবার উত্তেজনা দেখা দেয়। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ডানকুনি টোল-প্লাজার কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিছু মানুষ কালো পতাকা দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। অবস্থান মঞ্চে শুভেন্দু অভিযোগ করেন, রাজ্য সরকার গত ২৫ ফেব্রুয়ারি চাষিদের কাছ থেকে ১৫ টাকা কেজি দরে ২ কোটি ২০ লক্ষ বস্তা আলু কেনার কথা বললেও বাস্তবে অল্প পরিমাণ ক্রয় করে কাজ শেষ করেছে।

বর্তমানে বাজারে ১২ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও চাষি হাতে পাচ্ছে মাত্র সাড়ে ৮ টাকা। কোল্ড স্টোরেজ ও শুকনো করার খরচ বাদ দিলে কেজি প্রতি প্রায় ৩ টাকা লোকসান হচ্ছে বলে দাবি তার। তিনি আরও বলেন, রাজ্যে প্রয়োজন ৬০ লক্ষ মেট্রিক টন আলু, কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় ১.৪ কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু অন্য রাজ্যে পাঠানো গেলেও গত বছর দু’বার পুলিশি বাধায় রপ্তানি আটকে যায়, ফলে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব বাজার দখল করে।

আরও পড়ুন: বিধানসভাতে বিধায়কদের নিরাপত্তারক্ষী আসা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

অন্যদিকে, রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না শুভেন্দুর অভিযোগ নাকচ করে বলেন, ‘এ বছর সারা দেশে আলুর উৎপাদন বেশি হয়েছে। তবুও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তুলনায় বাংলায় দাম বেশি।’ তিনি দাবি করেন, শুভেন্দু আন্দোলনের নামে বিশৃঙ্খলা ছড়াতে চান। মন্ত্রী পরামর্শ দেন, চাষিদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হোক এবং পেঁয়াজের মতো আলুতেও ভরতুকি দেওয়া হোক।

আরও পড়ুন: কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ

বেচারাম মান্নার অভিযোগ, আন্দোলনের সময় বিজেপি কর্মীরা রাস্তায় আলু ফেলে পায়ে মাড়িয়ে কৃষকদের অপমান করেছে। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘নির্লজ্জতা’ বলে অভিহিত করে তিনি শুভেন্দুর পদত্যাগ দাবি করেন। তাঁর মতে, সিঙ্গুরবাসী শুভেন্দুর পাশে নেই এবং তাঁর মূল উদ্দেশ্য ছিল— শুধু গোলযোগ সৃষ্টি করা, আলুর দামের সমাধান নয়।

আরও পড়ুন: বিজেপির পতন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের, গেরুয়া শিবিরে ফের অভ্যন্তরীণ সংঘাতের ইঙ্গিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশৃঙ্খলা করছে শুভেন্দুরা: মন্ত্রী বেচারাম

আলু নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার

নসিবুদ্দিন সরকার, হুগলি : সিঙ্গুরের রতনপুর মোড়ে আলুর দাম নিয়ে বিজেপির অবস্থান-বিক্ষোভ ঘিরে বুধবার উত্তেজনা দেখা দেয়। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ডানকুনি টোল-প্লাজার কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিছু মানুষ কালো পতাকা দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। অবস্থান মঞ্চে শুভেন্দু অভিযোগ করেন, রাজ্য সরকার গত ২৫ ফেব্রুয়ারি চাষিদের কাছ থেকে ১৫ টাকা কেজি দরে ২ কোটি ২০ লক্ষ বস্তা আলু কেনার কথা বললেও বাস্তবে অল্প পরিমাণ ক্রয় করে কাজ শেষ করেছে।

বর্তমানে বাজারে ১২ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও চাষি হাতে পাচ্ছে মাত্র সাড়ে ৮ টাকা। কোল্ড স্টোরেজ ও শুকনো করার খরচ বাদ দিলে কেজি প্রতি প্রায় ৩ টাকা লোকসান হচ্ছে বলে দাবি তার। তিনি আরও বলেন, রাজ্যে প্রয়োজন ৬০ লক্ষ মেট্রিক টন আলু, কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় ১.৪ কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু অন্য রাজ্যে পাঠানো গেলেও গত বছর দু’বার পুলিশি বাধায় রপ্তানি আটকে যায়, ফলে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব বাজার দখল করে।

আরও পড়ুন: বিধানসভাতে বিধায়কদের নিরাপত্তারক্ষী আসা নিয়ে প্রশ্ন হাই কোর্টের

অন্যদিকে, রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না শুভেন্দুর অভিযোগ নাকচ করে বলেন, ‘এ বছর সারা দেশে আলুর উৎপাদন বেশি হয়েছে। তবুও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের তুলনায় বাংলায় দাম বেশি।’ তিনি দাবি করেন, শুভেন্দু আন্দোলনের নামে বিশৃঙ্খলা ছড়াতে চান। মন্ত্রী পরামর্শ দেন, চাষিদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হোক এবং পেঁয়াজের মতো আলুতেও ভরতুকি দেওয়া হোক।

আরও পড়ুন: কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ

বেচারাম মান্নার অভিযোগ, আন্দোলনের সময় বিজেপি কর্মীরা রাস্তায় আলু ফেলে পায়ে মাড়িয়ে কৃষকদের অপমান করেছে। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ ও ‘নির্লজ্জতা’ বলে অভিহিত করে তিনি শুভেন্দুর পদত্যাগ দাবি করেন। তাঁর মতে, সিঙ্গুরবাসী শুভেন্দুর পাশে নেই এবং তাঁর মূল উদ্দেশ্য ছিল— শুধু গোলযোগ সৃষ্টি করা, আলুর দামের সমাধান নয়।

আরও পড়ুন: বিজেপির পতন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের, গেরুয়া শিবিরে ফের অভ্যন্তরীণ সংঘাতের ইঙ্গিত