০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Burrabazar Fire: মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২ লক্ষ টাকা ঘোষণা

চামেলি দাস
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 75

পুবের কলম, ওয়েবডেস্ক:  বড়বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত ১৪। অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। পাশাপাশি পুলিশ, দমকল, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৪, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

বুধবার সকালে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পোস্টে তিনি লেখেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহ ঘটনা ঘটে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”  মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান তিনি। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Burrabazar Fire: মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২ লক্ষ টাকা ঘোষণা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বড়বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত ১৪। অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। পাশাপাশি পুলিশ, দমকল, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৪, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

বুধবার সকালে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পোস্টে তিনি লেখেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহ ঘটনা ঘটে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”  মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান তিনি। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।