মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ, ফেসবুকে লিখলেন মুখ্যমন্ত্রী
- আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 342
পুবের কলম ওয়েবেডস্ক: আকস্মিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডিভিসি-র জল ছাড়ার কারণে রাজ্য আগেই প্লাবিত ছিল, নদী-খাল টইটম্বুর হয়ে উঠেছিল। তার ওপর হঠাৎ বিপুল বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দু’দিন বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ওয়ার্ক ফ্রম হোম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “প্রতি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, পাশাপাশি ক্ষতিপূরণ দেবে CESC।”
তিনি আরও জানান, নবান্নে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু রয়েছে। আজ কলকাতায় তিনি কোনও পুজো উদ্বোধনে যাচ্ছেন না, জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সতর্ক থাকার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।




























