পুবের কলম ওয়েবডেস্কঃ আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। সকাল ৮ টা থেকে শুরু হবে ভবানীপুর, সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর এই তিন আসনের উপনির্বাচনের গননা।
কমিশনের হিসাবে, ভবানীপুরে ভোট পড়েছিল ৫৭.০৯ শতাংশ। সামসেরগঞ্জে ভোট দানের হার ছিল ৭৯.৯২ শতাংশ ও জঙ্গিপুরে ভোট শতাংশ ছিল ৭৭.৬৩ শতাংশ।
২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনে খুব সামান্য মার্জিনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। ভবানীপুর আসন থেকে জয়ী হন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও তিনি বিধায়ক পদ ছাড়ার কারণে উপনির্বাচন হয় এই আসনে।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও ছয় মাসের মধ্যে কোন আসন থেকে জিতে বিধায়ক হতে হবে। তাই ভবানীপুর আসনের উপনির্বাচন বাড়তি মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে।
এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দিতা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল,বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
টানটান উত্তেজনায় শুরু হতে চলেছে ভবানীপুর, সামসেরগঞ্জ, জঙ্গিপুর তিন আসনের উপনির্বাচনের গননা
-
সুস্মিতা - আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার
- 31
সর্বধিক পাঠিত

























