ডেপুটি সলিসিটর জেনারেল পদে রাজদীপ মজুমদার

- আপডেট : ১২ মার্চ ২০২৪, মঙ্গলবার
- / 22
মোল্লা জসিমউদ্দিন: অবশেষে কলকাতা হাইকোর্টে ডেপুটি সলিসিটর জেনারেল পদে নিয়োগ করলো কেন্দ্রীয় আইনমন্ত্রক। গত মাসে কলকাতা হাইকোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল পদ থেকে হঠাৎই সরানো হয়েছিল আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে। এবার তাঁর জায়গায় দায়িত্ব পেলেন আইনজীবী রাজদীপ মজুমদার। সন্দেশখালি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করেছিলেন রাজদীপ।।গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেছিলেন। সেই থেকে কলকাতা হাইকোর্টের শূন্য ডেপুটি সলিসিটর জেনারেল পদটি।এবার ডেপুটি সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হল রাজদীপ মজুমদারকে। ইতিমধ্যেই তিনি নিয়োগপত্র পেয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আইনজীবী রাজদীপের নিয়োগের কথা জানানো হয়। হাইকোর্ট এর আইনজীবীদের একাংশ সুত্র মারফত প্রকাশ, একদা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের একাধিক আবেদনের বিরোধিতা করেছেন তিনি। শোনা যায়, সম্প্রতি বিল্বদল ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্কে ভাঙন ধরে। তার জেরেই নাকি বিল্বদল ভট্টাচার্যকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়! যা নিয়ে কলকাতা হাইকোর্টে গুঞ্জন চলে। পরবর্তীতে এবার ডেপুটি সলিসিটর জেনারেল পদে শুভেন্দু ঘনিষ্ঠ রাজদীপ মজুমদার।