পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর শুনানিতে তলব করা হল টলি অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। খসড়া তালিকায় নাম নেই তৃণমূল সাংসদের। একারণেই এসআইআর (SIR)-এর শুনানিতে ডাকা হয়েছে টলি অভিনেতাকে। পাশাপাশি তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। যদিও এসআইআর শুনানির নোটিস পাওয়ার পর দেবের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মৌসুমী দাস বলেন, দেবকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। এর আগেও বেশকয়েকজন টলি অভিনেতা-অভিনেত্রীকে নোটিস পাঠানো হয়। সব ধরনের মানুষকে ডাকা হচ্ছে। এটা তো হয়রানি ছাড়া আর কিছু নয়। এমনকী, শুনানিতে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে।
জানা গিয়েছে, অভিনেতা দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তী সময়ে কর্মসূত্রে কলকাতায় এসে পাকাপাকি বসবাস শুরু করেছেন অভিনেতা সহ তাঁর পরিবার। এবার দেবকেও শুনানিতে হাজির হয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যদিও কবে তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে, সেই দিনক্ষণ জানা যায়নি এখনও। তৃণমূলের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং একইসঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা দেবকে এভাবে নোটিস পাঠানোর অর্থ নিতান্তই হেনস্তা করার মনোভাব।


































