০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অসমে পদে পদে সমস্যায় পড়ছি, বাধা দিতে মামলার ভয় দেখাচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে জয়রাম রমেশ

সামিমা এহসানা
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় পদে পদে বাধা দিচ্ছে হিমন্তের অসম সরকার। অভিযোগ করলেন কংগ্রেসের জয়রাম রমেশ। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ১৪ জানুয়ারি। নেতৃত্বে রাহুল গান্ধি থাকলেও সামনের সারিতে পা মেলাচ্ছেন জয়রাম রমেশ।

বরিষ্ঠ কংগ্রেস নেতার মতে, বিগত ভারত জোড়ো যাত্রায় যখন কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলেন তারা, তখন বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের উপর দিয়ে গেলেও এতটা সমস্যায় পড়তে হয়নি তাদের, যত সমস্যা গত দুই দিনে অসমে হয়েছে।

আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রা: ইম্ফলের মাঠ ব্যবহার করার অনুমতি দিল না মণিপুরের বিজেপি সরকার

পদে পদে তাদেরকে বাধা দিতে চাইছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য। এমনকি এফআইআর, কারাগারের ভয়ও দেখানো হচ্ছে তাদের। কংগ্রেস সমর্থকরা যাতে পদযাত্রায় পা না মেলাতে পারেন, তারও ব্যবস্থা করছে হিমন্ত প্রশাসন।

আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রা কেন করতে হচ্ছে? উত্তর দিলেন মল্লিকার্জুন খাড়গে

রমেশ বলেন, যতই ক্ষমতা প্রয়োগ করুক বিজেপি শাসিত অসম সরকার, তারা কংগ্রেসকে থামাতে পারবে না। নির্ধারিত ৬ দিনের সূচি বাস্তবায়িত করার পরই তারা অসম ছাড়বেন।

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা করার পর বেশ খানিকটা সাফল্যের মুখ দেখে, লোকসভার আগে দ্বিতীয়বারের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। নিজেকে বিজেপি–আরএসএস এর ছাঁচে ঢেলে হিন্দুত্বের দ্বিতীয় পোস্টার বয় হিসবে উঠে আসতে চাওয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এমনিতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে সিদ্ধহস্ত। এবার ন্যায় যাত্রাতেও বাধা দেওয়ার সব রকম চেষ্টা করছেন তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে পদে পদে সমস্যায় পড়ছি, বাধা দিতে মামলার ভয় দেখাচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে জয়রাম রমেশ

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় পদে পদে বাধা দিচ্ছে হিমন্তের অসম সরকার। অভিযোগ করলেন কংগ্রেসের জয়রাম রমেশ। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ১৪ জানুয়ারি। নেতৃত্বে রাহুল গান্ধি থাকলেও সামনের সারিতে পা মেলাচ্ছেন জয়রাম রমেশ।

বরিষ্ঠ কংগ্রেস নেতার মতে, বিগত ভারত জোড়ো যাত্রায় যখন কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলেন তারা, তখন বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের উপর দিয়ে গেলেও এতটা সমস্যায় পড়তে হয়নি তাদের, যত সমস্যা গত দুই দিনে অসমে হয়েছে।

আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রা: ইম্ফলের মাঠ ব্যবহার করার অনুমতি দিল না মণিপুরের বিজেপি সরকার

পদে পদে তাদেরকে বাধা দিতে চাইছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য। এমনকি এফআইআর, কারাগারের ভয়ও দেখানো হচ্ছে তাদের। কংগ্রেস সমর্থকরা যাতে পদযাত্রায় পা না মেলাতে পারেন, তারও ব্যবস্থা করছে হিমন্ত প্রশাসন।

আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রা কেন করতে হচ্ছে? উত্তর দিলেন মল্লিকার্জুন খাড়গে

রমেশ বলেন, যতই ক্ষমতা প্রয়োগ করুক বিজেপি শাসিত অসম সরকার, তারা কংগ্রেসকে থামাতে পারবে না। নির্ধারিত ৬ দিনের সূচি বাস্তবায়িত করার পরই তারা অসম ছাড়বেন।

উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা করার পর বেশ খানিকটা সাফল্যের মুখ দেখে, লোকসভার আগে দ্বিতীয়বারের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। নিজেকে বিজেপি–আরএসএস এর ছাঁচে ঢেলে হিন্দুত্বের দ্বিতীয় পোস্টার বয় হিসবে উঠে আসতে চাওয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এমনিতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ভাষণে সিদ্ধহস্ত। এবার ন্যায় যাত্রাতেও বাধা দেওয়ার সব রকম চেষ্টা করছেন তিনি।