হতবাক সুপ্রিম কোর্ট! ‘ডিজিটাল অ্যারেস্ট’-এ প্রতারিত ১ লক্ষ মানুষ, লোপাট ৫০০ কোটি টাকা

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 90
দেশজুড়ে বাড়ছে এক নতুন ধরনের প্রতারণা—‘ডিজিটাল অ্যারেস্ট’। ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই সাইবার অপরাধে স্মার্টফোনের মাধ্যমে তৈরি হচ্ছে ভুয়ো থানা, নকল আদালত ও জাল বিচারপতিরা! প্রতারকরা নিজেদের পুলিশ, সিবিআই বা আইবি অফিসার সেজে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশে অন্তত ১ লক্ষ মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন, মোট ক্ষতির পরিমাণ ৫০০ কোটিরও বেশি।
হরিয়ানার এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করেছে। আদালত জানিয়েছে, এটি কেবল সাইবার প্রতারণা নয়, বিচারব্যবস্থার মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও সিবিআই ডিরেক্টরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নাগরিকদের সতর্ক থেকে সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে অভিযোগ জানানোর পরামর্শও দেওয়া হয়েছে।