মাত্র ২৬ সেকেন্ডে ইস্তাহার প্রকাশ! নীতীশবাবুর ‘দৌড় ঝাঁপ’ আর এনডিএর নতুন চাকরির জুমলা নিয়ে বিহারে চর্চার ঝড়
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 67
বৃষ্টিভেজা পাটনার মঞ্চে শুক্রবার সকালে ছিল জমজমাট দৃশ্য , এনডিএ-র সব হেভিওয়েট নেতা হাজির। হাতে ইস্তাহারের বই, ক্যামেরার সামনে হাসিমুখে “ঐক্যের ছবি”,আর তারপর? মাত্র ২৬ সেকেন্ড! হ্যাঁ, স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান। বই হাতে ছবি তুলেই মঞ্চ ছাড়লেন নীতীশ কুমার! বাকিদেরও বেচারা হয়ে পিছু নিতে হল। সাংবাদিকেরা তখনও প্রশ্ন সাজিয়ে ফেলেননি, ততক্ষণে নেতা গায়েব!
এত তাড়াহুড়ো কেন? কেউ বলছেন, বৃষ্টিতে ভিজে গেলেন মুখ্যমন্ত্রী, তাই গরম চা চাই। কেউ বলছেন, ২০ বছরের রিপোর্ট কার্ড সামনে রাখতে চাননি নীতীশবাবু, তাই আগেভাগেই লগআউট!
ইস্তাহারে অবশ্য প্রতিশ্রুতির ছড়াছড়ি: এক কোটি সরকারি চাকরি, ফ্রি বিদ্যুৎ, ফ্রি চিকিৎসা, ৫০ লক্ষ নতুন ঘর, লাখপতি দিদি প্রকল্প, এই কথা শুনে বিরোধীরা বলছেন, “পুরনো অ্যালবামে নতুন কাভার!” অর্থাৎ আবার সেই “চাকরির জুমলা”!
কিন্তু বিহারের রাজনীতিতে আজ প্রশ্ন একটাই ,২৬ সেকেন্ডের নীতীশবাবু কি ইস্তাহার প্রকাশ করলেন, নাকি এনডিএর অস্বস্তির ইঙ্গিত দিয়ে চুপচাপ এক রাজনৈতিক নাটকের নতুন অধ্যায় শুরু করে দিলেন?



















