পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাভাষী মানুষদের হেনস্তা, নাগরিকত্ব ও ভোটাধিকার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা দুর্গার কাছে প্রার্থনা করব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও, অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।” সমাজে বাড়তে থাকা অশান্তি ও মানুষের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক?” তাঁর অভিযোগ, “বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। এমনকি হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না।”
ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, তিনি কোনও ধর্মের তোষণ করেন না। বলেন, “আমি প্রকৃত অর্থে সেকুলার। সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। এমন কোনও ধর্ম নেই, যাদের অনুষ্ঠানে আমি যাই না।” গুরুদ্বারায় মাথা ঢেকে যাওয়া বা হিন্দু রীতিতে গায়ে চাদর দেওয়া—এই উদাহরণ টেনে তিনি বলেন, সব ধর্মের রীতিকেই তিনি সম্মান করেন। এদিন গঙ্গাসাগর সংযোগকারী সেতু নির্মাণ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।




































