০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হেমতাবাদে পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণ, আহত ৪, ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 51

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ (হেমতাবাদ): শুক্রবার একটি পার্সেলে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাহারাইল বাজার এলাকায়। এই ঘটনায় চারজন আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে ব্যাটারি, সুতলি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাহারাইল এলাকার ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর দোকানে একটি পার্সেল দিয়ে যায় এক টোটোচালক।  বাবলু চৌধুরীর নাম লেখা পার্সেলটি নেন তার দাদা আশরাফ আলি চৌধুরী। পরে বাবলু দোকানে আসার পর পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

বিস্ফোরণে গুরুতর জখম হন ওই দোকানে থাকা তপন রায়, বাবলু চৌধুরী এবং মহম্মদ সফিরুল ইসলাম।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

আশরাফ আলী চৌধুরী বলেন,” আজ বিকেলে একটি টোটোতে করে পার্সেলটি নিয়ে আসে এক ব্যক্তি। ভাই দোকানে এসে পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে। আহতদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে কারোর শত্রুতা নেই, কেন এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। ”

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আখতার বলেন,” একটি টোটোতে করে দুই ব্যক্তি এসে পার্সেলটি দিয়ে যায়। সেটি খোলার সময় বিস্ফোরণ ঘটে। চারজন গুরুতর জখম হয়েছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ”

বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশের একটি বিশেষ টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি দোকানটিকে সিল করে দিয়েছে পুলিশ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হেমতাবাদে পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণ, আহত ৪, ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ (হেমতাবাদ): শুক্রবার একটি পার্সেলে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাহারাইল বাজার এলাকায়। এই ঘটনায় চারজন আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে ব্যাটারি, সুতলি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে বাহারাইল এলাকার ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর দোকানে একটি পার্সেল দিয়ে যায় এক টোটোচালক।  বাবলু চৌধুরীর নাম লেখা পার্সেলটি নেন তার দাদা আশরাফ আলি চৌধুরী। পরে বাবলু দোকানে আসার পর পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

বিস্ফোরণে গুরুতর জখম হন ওই দোকানে থাকা তপন রায়, বাবলু চৌধুরী এবং মহম্মদ সফিরুল ইসলাম।

আরও পড়ুন: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮, মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

আশরাফ আলী চৌধুরী বলেন,” আজ বিকেলে একটি টোটোতে করে পার্সেলটি নিয়ে আসে এক ব্যক্তি। ভাই দোকানে এসে পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে। আহতদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। আমাদের সঙ্গে কারোর শত্রুতা নেই, কেন এই ঘটনা ঘটল বুঝতে পারছি না। ”

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আখতার বলেন,” একটি টোটোতে করে দুই ব্যক্তি এসে পার্সেলটি দিয়ে যায়। সেটি খোলার সময় বিস্ফোরণ ঘটে। চারজন গুরুতর জখম হয়েছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ”

বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশের একটি বিশেষ টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি দোকানটিকে সিল করে দিয়েছে পুলিশ।