০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিস্ফোরণ থেকে বিধ্বংসী আগুন কারখানায়, রাজস্থানে মৃত ৬ শ্রমিক

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৪ মার্চ ২০২৪, রবিবার
- / 61
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জয়পুরের ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। বিধ্বংসী আগুনে ঝলসে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সন্ধ্যার ঘটনা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, ওই রাসায়নিক কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে প্রথমে। বিষাক্ত রাসায়নিক নির্গত হতেই আগুন লেগে যায়। কারখানার অন্যান্য শ্রমিকরা কোনও মতে পালাতে পারলেও, কয়েকজন ভিতরে আটকে পড়েন। ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক।