ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মালগাড়িতে ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, নিহত অন্তত ৬
- আপডেট : ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিসগড়ের বিলাসপুরে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা যাত্রিবাহী ট্রেনের। ঘটনায় এখন পর্যন্ত ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কোরবা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষের জেরে ওভারহেড তার ছিঁড়ে যায়। পাশাপাশি সিগন্যালিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, কোরবা এক্সপ্রেসের প্রথম কামরাটি মালগাড়ির উপরে উঠে যায়। ট্রেন দুর্ঘটনার বিকট শব্দ শুনেই স্থানীয়রা তড়িঘড়ি করে ছুটে আসেন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রেল আধিকারিকরা জানিয়েছেন, কোরবা এক্সপ্রেসের মহিলা রিজার্ভ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সিগনালে লাল আলো থাকা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যায় পাসেঞ্জার ট্রেনটি। এরপরই দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মারে যাত্রিবাহী ট্রেন। প্রাথমিক তদন্তের পর রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, সিগন্যাল ভেঙেই ছুটে যাচ্ছিল যাত্রীবাহী মেমু লোকাল ট্রেন। কোরবা এক্সপ্রেসটিই সিগন্যাল ভাঙে। এরপর আপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। সজোরে ধাক্কা দেওয়ার পরেই কোরবা এক্সপ্রেসের প্রথম কামরাটি মালগাড়ির পিছনের বগিতে উঠে যায়। কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে।



































