২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভারতীয় বংশোদ্ভূত, চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে

প্রথম আফ্রিকান মুসলিম হিসাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন জোহরান মামদানি

চামেলি দাস
  • আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 243

পুবের কলম ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করতে চলেছেন জোহরান মামদানি। প্রথম আফ্রিকান মুসলিম হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন। জোহরান হলেন উগান্ডার একাডেমিক্স মাহমুদ মামদানী ও বিখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের সন্তান। সমাজতান্ত্রিক ভাবধারার এই “ডেমোক্র্যাট”প্রার্থী ইতিমধ্যেই মেয়র নির্বাচনে সবার থেকে এগিয়ে।

বয়স মাত্র ৩৩। চেহারায় শিশুসুলভ সারল্য। সব ঠিক থাকলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর, নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মেয়র হওয়ার দৌড়ে বাকি সকলকে ছাপিয়ে গিয়েছেন। তবে চূড়ান্ত ফলাফল হাতে পাওয়া এবং সরকারি ঘোষণা এখনও বাকি। আর তাতেই ভারত, আমেরিকা-সহ পৃথিবীর সর্বত্র এই মুহূর্তে তাঁকে ঘিরে শুরু হয়েছে চর্চা ।

প্রাপ্ত ভোটের নিরিখে এই মুহূর্তে সকলের থেকে এগিয়ে জোহরান। ডেমোক্র্যাট জোহরান ৪ লক্ষ ৩২ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রিপাবলিকান অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৮৪০। মোট ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছেন জোহরান। অ্যান্ড্রু পেয়েছেন ৩৬.৪ শতাংশ। তাই জোহরানের মেয়র হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন সকলেই।

জোহরানের মা বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। দ্য নেমসেক’, ‘সালাম বম্বে’, ‘মনসুন ওয়েডিং’-এর মতো ছবি তৈরি করেছেন মীরা। চিত্র পরিচালনার জন্য ভারত সরকার তাঁকে জাতীয় পুরস্কার দিয়েছে। পেয়েছেন ‘পদ্মভূষণ’ সম্মানও। অস্কার, গোল্ডেন গ্লোবের জন্যও মনোনীত হয়েছে তাঁর ছবি।

জোহরানের বাবা মাহমুদ মামদানি পেশায় শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক। মাহমুদের জন্ম ভারতের মুম্বইয়ে (সাবেক বম্বে)। মাহমুদের মা-বাবা গুজরাতি মুসলিম। মাহমুদ বেড়ে ওঠেন উগান্ডায়। এহেন মা-বাবা যাঁর, সেই জোহরান রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিরও সদস্য তিনি। জোহরান যদিও ভারতে জন্মাননি। উগান্ডায় জন্মান তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় বংশোদ্ভূত, চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে

প্রথম আফ্রিকান মুসলিম হিসাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন জোহরান মামদানি

আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করতে চলেছেন জোহরান মামদানি। প্রথম আফ্রিকান মুসলিম হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন। জোহরান হলেন উগান্ডার একাডেমিক্স মাহমুদ মামদানী ও বিখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের সন্তান। সমাজতান্ত্রিক ভাবধারার এই “ডেমোক্র্যাট”প্রার্থী ইতিমধ্যেই মেয়র নির্বাচনে সবার থেকে এগিয়ে।

বয়স মাত্র ৩৩। চেহারায় শিশুসুলভ সারল্য। সব ঠিক থাকলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর, নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মেয়র হওয়ার দৌড়ে বাকি সকলকে ছাপিয়ে গিয়েছেন। তবে চূড়ান্ত ফলাফল হাতে পাওয়া এবং সরকারি ঘোষণা এখনও বাকি। আর তাতেই ভারত, আমেরিকা-সহ পৃথিবীর সর্বত্র এই মুহূর্তে তাঁকে ঘিরে শুরু হয়েছে চর্চা ।

প্রাপ্ত ভোটের নিরিখে এই মুহূর্তে সকলের থেকে এগিয়ে জোহরান। ডেমোক্র্যাট জোহরান ৪ লক্ষ ৩২ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রিপাবলিকান অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৮৪০। মোট ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছেন জোহরান। অ্যান্ড্রু পেয়েছেন ৩৬.৪ শতাংশ। তাই জোহরানের মেয়র হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন সকলেই।

জোহরানের মা বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। দ্য নেমসেক’, ‘সালাম বম্বে’, ‘মনসুন ওয়েডিং’-এর মতো ছবি তৈরি করেছেন মীরা। চিত্র পরিচালনার জন্য ভারত সরকার তাঁকে জাতীয় পুরস্কার দিয়েছে। পেয়েছেন ‘পদ্মভূষণ’ সম্মানও। অস্কার, গোল্ডেন গ্লোবের জন্যও মনোনীত হয়েছে তাঁর ছবি।

জোহরানের বাবা মাহমুদ মামদানি পেশায় শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক। মাহমুদের জন্ম ভারতের মুম্বইয়ে (সাবেক বম্বে)। মাহমুদের মা-বাবা গুজরাতি মুসলিম। মাহমুদ বেড়ে ওঠেন উগান্ডায়। এহেন মা-বাবা যাঁর, সেই জোহরান রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিরও সদস্য তিনি। জোহরান যদিও ভারতে জন্মাননি। উগান্ডায় জন্মান তিনি।