০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের চাঁদ দেখার খবর জানানোর আর্জি হিলাল কমিটির

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 39

representative image

পুবের কলম প্রতিবেদক: শেষ হতে চলল রমযান মাস। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উৎসব চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই কেউ যদি ১ মে, রবিবার চাঁদ দেখতে পান, তা যেন নাখোদা মসজিদের মারকাজি রোয়াত হিলাল কমিটিকে জানানো হয়। হিলাল কমিটির তরফে মুসলিম উম্মাহর কাছে এমনই আবেদন করা হয়েছে।প্রসঙ্গত, এই হিলাল কমিটি চাঁদ দেখার কাজের তদারকি করে এবং পবিত্র ঈদের দিনক্ষণ ঘোষণাও করে।  চাঁদ দেখার পর হিলাল কমিটিকে জানানোর জন্য বেশ কয়েকটি মোবাইল নম্বরও প্রদান করা হয়েছে। সেই মোবাইল নম্বর গুলি হল,৯৮৩১০৪০৪৯২/ ৯৯০৩৭০৮৮০৮/৮৯৮১৭২০৪৩৩  

আরও পড়ুন: দুই পবিত্র মসজিদে ঈদের নামাযের জন্য লাগবে না অনুমতি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের চাঁদ দেখার খবর জানানোর আর্জি হিলাল কমিটির

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: শেষ হতে চলল রমযান মাস। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উৎসব চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই কেউ যদি ১ মে, রবিবার চাঁদ দেখতে পান, তা যেন নাখোদা মসজিদের মারকাজি রোয়াত হিলাল কমিটিকে জানানো হয়। হিলাল কমিটির তরফে মুসলিম উম্মাহর কাছে এমনই আবেদন করা হয়েছে।প্রসঙ্গত, এই হিলাল কমিটি চাঁদ দেখার কাজের তদারকি করে এবং পবিত্র ঈদের দিনক্ষণ ঘোষণাও করে।  চাঁদ দেখার পর হিলাল কমিটিকে জানানোর জন্য বেশ কয়েকটি মোবাইল নম্বরও প্রদান করা হয়েছে। সেই মোবাইল নম্বর গুলি হল,৯৮৩১০৪০৪৯২/ ৯৯০৩৭০৮৮০৮/৮৯৮১৭২০৪৩৩  

আরও পড়ুন: দুই পবিত্র মসজিদে ঈদের নামাযের জন্য লাগবে না অনুমতি