০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ঈদের চাঁদ দেখার খবর জানানোর আর্জি হিলাল কমিটির
ইমামা খাতুন
- আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার
- / 39
পুবের কলম প্রতিবেদক: শেষ হতে চলল রমযান মাস। আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উৎসব চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই কেউ যদি ১ মে, রবিবার চাঁদ দেখতে পান, তা যেন নাখোদা মসজিদের মারকাজি রোয়াত হিলাল কমিটিকে জানানো হয়। হিলাল কমিটির তরফে মুসলিম উম্মাহর কাছে এমনই আবেদন করা হয়েছে।প্রসঙ্গত, এই হিলাল কমিটি চাঁদ দেখার কাজের তদারকি করে এবং পবিত্র ঈদের দিনক্ষণ ঘোষণাও করে। চাঁদ দেখার পর হিলাল কমিটিকে জানানোর জন্য বেশ কয়েকটি মোবাইল নম্বরও প্রদান করা হয়েছে। সেই মোবাইল নম্বর গুলি হল,৯৮৩১০৪০৪৯২/ ৯৯০৩৭০৮৮০৮/৮৯৮১৭২০৪৩৩





























